টক দই কেন খাবেন
  2016-02-07 18:50:37  cri

দুধজাত খাবারের মধ্যে টই দই অত্যন্ত পুষ্টিকর। এতে আছে প্রয়োজনীয় ভিটামিন,মিনারেল,আমিষ ইত্যাদি। বর্তমানে স্বাস্থ্য সচেতনদের মধ্যে এই খাবারটি বেশ জনপ্রিয়। স্বাস্থ্যগুণের পাশাপাশি রূপচর্চায়ও রয়েছে এর নানাবিধ ব্যবহার। চলুন জেনে নেয়া যাক স্বাস্থ্য সুরক্ষায় ও রূপচর্চায় টক দইয়ের ব্যবহার।

টক দই ওজন কমাতে সাহায্য করে। শরীরের মেদ ঝরাতে এটি বেশ কার্যকরি।

দইয়ের ব্যাকটেরিয়াগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ব্যাকটেরিয়া কোলন ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।

একটি গবেষণায় দেখা গিয়েছে যারা প্রতিদিন ২ কাপ করে দই খায়,তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।

বন্ধুরা, মনে রাখবেন, দই কোলেস্টরল কমাতে সাহায্য করে। সুতরাং প্রতিদিন বেশি করে টক দই খেতে ভুলবেন না।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও দইয়ের জুড়ি নেই। টক দই,বেসন ও মধু মিশিয়ে নিন ভালো করে। মুখসহ পুরো শরীরের ত্বকে ব্যবহার করুন। আধা ঘণ্টা পর ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের রং হবে আরো উজ্জ্বল ও প্রাণবন্ত।

শুষ্ক ও রুক্ষ প্রকৃতির চুলে মেহেদি লাগালে চুল আরো রুক্ষ হয়ে ওঠে। মেহেদি ব্যবহার করার সময় এর সাথে মিশিয়ে নিন মেহেদির অর্ধেক পরিমাণে টক দই। এটি চুলে লাগালে রুক্ষতা দূর হয়ে চুল হবে কোমল।

একটি পুরো ডিম ভালো করে ফেটিয়ে নিন। এর সঙ্গে আধা কাপ টক দই ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি পুরো চুলে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুলের ঘনত্ব বাড়বে। #

(ওয়াং হাইমান উর্মি/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040