কাজাখ জাতির বৌ গুলিক্সিয়াক্সির চরণাভূমি পর্যটন ব্যবসায়
  2016-01-30 15:10:50  cri

(গুলিক্সিয়াক্সি কাইকাইক্সি)

চীনের পশ্চিমাঞ্চলে সিনচিয়াংয়ে ১০লাখেরও বেশি কাজাখস্তান জাতির নাগরিকের অধিকাংশ হল যাযাবর। ইউমিন জেলার চাহাতোহাই চারণভূমির আকেথিয়েকেচে গ্রামে নাগরিক গুলিক্সিয়াক্সি কাইকাইক্সি তিন বছরের আগেও একজন যাযাবর জীপন ছিল। কিন্তু তিনি এখন পাহাড় থেকে বাইসে এসেছেন। তাঁর নিজের একটি রেস্তোরাঁ আছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কাজাখস্তান জাতির বৌ গুলিক্সিয়াক্সির চারণভূমি পর্যটনের ব্যবসায় সম্পর্কিত কিছু কথা বলবো।

সুন্দরভাবে সাজানো পাড়িঘরে যুবক গুলিক্সিয়াক্সি দেখতে অনেক কার্যক্ষম ও অভিজ্ঞতাযোগ্য। আসলে এর আগে পাহাড়ে থাকার সময় তিনি নিজের একটি চারণভূমি পর্যটনের ব্যবসায় করতে চানছিলেন। কিন্তু তখন এটি বাস্তবায়ন করার সুযোগ ছিল না। চরণভূমি পর্যটন মানে নিজের পারি একটি হোটেল হিসেবে পর্যটকদেরকে বসবাস ও খাবার সেবা দেয়া। এ সম্পর্কে তিনি বলেন, 'আমি যখন তাস্টে ছিলাম, তখন পর্যটন ব্যবসা করতে চাইতাম। কিন্তু শীতকালে তাস্টে পথ পরিবহনের ব্যবস্থা ভাল না। তুষার হলে কোন গাড়ী যাওয়া যায় না। আমরা বাইরে যেতে পারি না। যদি শীতকালে আমরা অসুস্থ্য হই, তাহলে সেখানে মারা যাওয়া সম্ভাবনা হবে। কারণ পরিবহনের ব্যবস্থা সত্যি খারাপ। কিন্তু এখানে পরিবহনের অবস্থা ভাল। আমাদের পর্যটন ব্যবসায় করার সুযোগ আছে।'

(গুলিক্সিয়াক্সির হোটেল)

গুলিক্সিয়াক্সির ব্যবসায় ছোট থেকে বড় বাড়ানোর প্রক্রিয়া হয়েছে। এর আগে তিনি অন্যান্য জায়গায় চরণভূমি পর্যটন ব্যবস্থায় পরিদর্শন করেছিলেন। অন্যান্য পশুপালকদের ব্যবসায় তাঁকে উত্সাহ দেয়। এ সম্পর্কে তিনি বলেন, 'পরশু আগে বছরে আমি বিয়ে করার সময় একটি ছোট দোকান ছিল। তখন দোকানটির ব্যবসায় খারাপ না। কিন্তু দোকানটি সত্যি একটু ছোট। তখন অনেক পর্যটকরা আমাকে জিজ্ঞাস করেছিল যে, খাবার সেবা আছে কিনা। আমি অন্যান্য পরিবারের চরণভূমি পর্যটন পরিদর্শন করার পর আমি এখন এ পরিবার হোটেল ও রেস্তোরাঁ খোলেছি।'

বর্তমান গুলিক্সিয়াক্সির চরণভূমি পর্যটন ব্যবসায় দ্রুতভাবে উন্নত হচ্ছে। তিনি বলেন, আগামী বছরে তিনি সুদহীন ঋণ পরিশোধ করতে পারেন। এ সম্পর্কে তিনি বলেন, 'গত মে মাসে পর্যটক সবচেয়ে সময় ছিল। তখন আমার আয় ১০হাজারেরও বেশি ইউয়ান ছিল। একবার লান্চে পর্যটকদের গড়পড়তা খরচ ৫০ থেকে ৬০ ইউয়ান রেনমিনপি। আমাদের কাজাখ জাতির বৈশিষ্ট্যময় খাবার অনেক জনপ্রিয়। প্রত্যাক কাজাখ নারী রান্না করতে পারি।'

এখন ব্যবসায় ও আগের পশুপালনের মধ্যে অনেক ব্যবধান রয়েছে তিনি এ কথা বলেন। এখন গুলিক্সিয়াক্সি ওয়েবসাইটের মাধ্যমে নিজের ব্যবসায় প্রচার করার চেষ্টা করতে থাকেন। এ সম্পর্কে তিনি বলেন, 'অনেক ব্যবধান রয়েছে। পশুপালন করার সময় আমরা এমনকি টেলিভিশন দেখার সময় ছিল না। এখন আমরা শুধু টেলিভিশন তা নয়, বরং ওয়েবসাইটের ব্যবস্থা রয়েছে। আমি এখন ওয়েবসাইটে নিজের রেস্তোরাঁর বিজ্ঞাপন করি। এ পর্যন্ত আমি ওয়েবসাইট থেকে প্রায় ১০০জন অতিথির সঙ্গে যোগাযোগ করেছি। প্রতিবার ১০জন একসাথে আসেন। ওয়েবসাইটে আমার ব্যবসায় প্রচার করা অনেক সুবিধাজনক ও কার্যকর।'

ইউমিন জেলার জলসেচ পরিচালনা কেন্দ্রের কর্মকর্তা উ স্যুবিন বলেন, গুলিক্সিয়াক্সির মত নাগরিকদেরকে আরো বেশি সুবিধা সরবরাহ করার জন্য তাঁরা অবকাঠামোর নির্মাণ জোরদার করছেন। এ সম্পর্কে তিনি বলেন, 'এখানে হস্তান্তর করার নাগরিকরা আগে ছিলেন পশুপালক। আগে তাঁরা পশুপালন করতেন। অবকাঠামো ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে কিছু জানেন না। এ বছরে আমরা ১.৫ লাখ ইউয়ান বরাদ্দ করে সবুজায়ন করি। ১২ লাখ ইউয়েন বরাদ্দ করে ১০টি চরণাভূমি পর্যটন ব্যবস্থা ও ১০টি পরিবার হোটেলের নির্মাণে সহায়তা করি।'

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040