চীনের পশ্চিম হ্রদের অপরূপ তুষারপাতের দৃশ্য
  2016-01-26 16:22:17  cri
চে চিয়াং প্রদেশের হাং চৌ শহরের 'পশ্চিম হ্রদ' প্রাচীনকাল থেকে চীনের বিখ্যাত পর্যটন স্পট। পশ্চিম হ্রদ ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। এ হ্রদের অপূর্ব সব দৃশ্যের কারণে হ্রদটি পর্যটকদের কাছে ব্যাপক আকর্ষণীয়। যে কোনো ঋতুতে 'পশ্চিম হ্রদ' নিজের রূপ তুলে ধরে অপরূপ সৌন্দর্যে সাজে যেন। তবে শীতকালে তুষার ঝরে পশ্চিম হৃদের দৃশ্য অতুলনীয় হয়ে ওঠে। দক্ষিণ চীনে প্রতি বছর তুষারপাত হয় না। তাই শীতকালে পশ্চিম হ্রদে তুষারপাত দেখা সত্যি ভাগ্যের ব্যাপার!

কয়েকদিন আগে পশ্চিম হ্রদে প্রচুর তুষারপাত হয়েছে। শুভ্র-সাদা তুষারে ঢাকা গাছপালা, শান্ত হ্রদ, হ্রদের বুক চিড়ে চলে যাওয়া সেতু এবং লতাগৃহ, এমন দৃষ্টিনন্দন 'পশ্চিম হৃদ' যেন এক অদ্ভূত মায়ার রাজ্য।

বন্ধুরা, এখন আমরা একসঙ্গে ছবিতে পশ্চিম হ্রদের তুষারপাতের দৃশ্যের সৌন্দর্য অনুভব করবো। (তুহিনা/মান্না)


1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040