20160127yinyue.mp3
|
বন্ধুরা, চীনে প্রাচীনকালের চারটি বিখ্যাত উপন্যাস আছে। এর আগে আমি 'ত্রি-রাজ্যের কাহিনী' সম্পর্কিত কিছু গান আপনাদের শুনিয়েছি। আজ আপনাদের পরিচয় করিয়ে দেবো 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ' নামে উপন্যাস এবং এই উপন্যাস অবলম্বরণে নির্মিত টেলিভিশন নাটক ও কার্টুন ছবির গানগুলোর সাথে।
প্রিয় বন্ধুরা, এখন আপনারা শুনবেন ১৯৮৬ সালে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র নির্মিত ২৫ পর্বের 'পশ্চিমাঞ্চরে ভ্রমণ' নামে টিভি নাটকের সূচনা সংগীত। এ নাটক ৩০ বছর আগে তৈরি হলেও এখনো চীনের টেলিভিশনে প্রায় দেখানো হয়। এ নাটকের প্রধান চরিত্রগুলো দর্শকদের মনে গভীর দাগ কেটে আছে আজও।
সপ্তম শতাব্দিতে চীনের বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং বৌদ্ধশাস্ত্র শেখার জন্য ভারতে যান। মিং রাজবংশের বিখ্যাত উপন্যাসিক রো কুয়ান চোং হিউয়েন সাংয়ের জীবনী অবলম্বণে 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ' শীর্ষক উপন্যাসটি রচনা করেন।
এই উপন্যাসের চারটি প্রধান চরিত্র হলো, থাংসেং ও তার তিনজন শিষ্য। বৌদ্ধশাস্ত্রে বিভিন্ন গ্রন্থ দূর দেশ থেকে বয়ে আনার পথে তাদের যে কল্পনাতীত বাধা-বিঘ্ন অতিক্রম করতে হয়েছে এই উপন্যাসে স্বাবলীল ভাষায় তা বর্ণনা করা হয়েছে।
থাংসেংয়ের বড় শিষ্য সুন উ খং একটি করিতকর্মা পাথর বানর। সে কোনো শাসককে ভয় করে না এবং অশুভ শক্তির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করে। সমাজের সুখ-স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠার জন্য লেখক যে স্বপ্ন দেখতেন তা তির্যকভাবে এই উপন্যাসে প্রকাশিত হয়েছে ।
বানর সুন উ খং 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ'-এর প্রধান চরিত্র। দুর্জয়-দুর্বার বানর সুন উ খং দুষ্কৃতকারীদের তীব্রভাবে ঘৃণা করে। তার অজেয় অস্ত্র লোহার লাঠির আঘাতে কোনো কোনো দৈত্য প্রাণ হারায়। কোনো কোনো দৈত্য জখম হয়ে আত্মসমর্পন করে। সমাজের অন্যায়-অবিচার এবং অশুভ শক্তি নির্মূল করার জন্য লেখক উ ছেন এনের প্রবল আকাংক্ষা এ উপন্যাসে প্রতিফলিত হয়েছে।
প্রিয় শ্রোতা, ১৯৯৯ সালে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র ৫২ পর্বের 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ' নামে একটি কার্টুন ছবি তৈরি করে। এ কার্টুন ছবিতে 'বানর ভাই' নামে একটি গান রয়েছে। গানটি বিশেষ করে শিশুদের কাছে খুবই জনপ্রিয়। এ গানে বলা হয়েছে, 'বানর ভাই, সত্যি অসাধারণ সামর্থ্য তোমার। বড় পাহাড়ও তোমাকে চেপে রাখতে পারে না। তুমি এক চুল ফু দিয়ে হাজার হাজার বানর বানাতে পারো। তোমার চোখে ভূত দেখা যায়। তুমি এক দড়াবাজি করে হাজার হাজার মাইল দূরে যেতে পারে। কোথাও বিপদ থাকলে, তুমি থাকবে। তোমার সুনাম হাজার হাজার লোক মুখে মুখে প্রচার করে।'
'পশ্চিমাঞ্চলে ভ্রমণ'-এর এক একটি অধ্যায়ই এক একটি ছোটো গল্প। তবে স্বতন্ত্র গল্পগুলো একই যোগসুত্রে আবদ্ধ। গল্পে বর্ণিত দেবতা ও দৈত্য যথাক্রমে ন্যায় ও অন্যায়ের প্রতীক। লেখক উপন্যাসে যে একটি বিচিত্র পৌরাণিকজগত সৃষ্টি করেছেন তার সর্বত্রই মর্ত্যের ছায়া দৃষ্টিগোচর হয়। যেমন, স্বর্গ দেখতে মহিমান্বিত। কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর নিতান্তই নির্বোধ। ভালোমন্দ বিচার করতে অপারগ। স্বর্গ ও মর্ত্যের রাজবংশের রয়েছে অসম্ভব সাদৃশ্য। নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়। এর সঙ্গে পৃথিবীর রাজ দরবারের মিল রয়েছে। দৈত্য-দানব মানুষকে হত্যা করে খেয়ে ফেলে। ধন-সম্পত্তি এবং সুন্দরী নারীর প্রতি তাদের আকর্ষণের সীমা নেই। মায়াবিদ্যা ও মন্ত্রবলে অধিপতি হওয়ার পর এমন কোনো কুকর্ম নেই যা তারা করেনি। সব মানুষ দেবতা হতে চায়। সব মানুষ চিরকাল বেঁচে থাকতে চায়।
এ উপন্যাস থাংসেং বৌদ্ধশাস্ত্রের বিভিন্ন গ্রন্থ দূর দেশ থেকে বয়ে আনার পথে ৮১বার বড় রকমের বিপদ বা ঝুঁকি অতিক্রম করেছেন। অনেক দৈত্য থাংসেংকে ধরে খেতে চায়। কারণ তারা শুনেছে, থাংসেংয়ের মাংস খেলে আর মৃত্যু হবে না। এটা কী সম্ভব?
বন্ধুরা, এবার শুনুন 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ' নামে টিভি নাটকের প্রধান গানটি। এ গানের শিরোনাম 'আমি দেবতা হতে চাই'। কণ্ঠশিল্পী লিউ হুয়ান এ গানটি গেয়েছেন।
গানের কথা এমন, 'আমি দেবতা হতে চাই। আমার আনন্দ আকাশের সমান। সত্যি মন নিয়ে প্রতিটি মূহূর্ত অতিক্রম করছি। আমি এ পৃথিবীতে জন্মগ্রহণ করলে আগামী প্রজন্মের জন্য কিছু গল্প রেখে যাবো'। (শেষ)
পরবর্তীযুগের উপর 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ'-এর প্রভাব অত্যন্ত গভীর। গত কয়েক বছরে 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ' ছিলো চীনের শিশু সাহিত্যকর্ম, চলচ্চিত্র, টিভি নাটক ও নাটক সাহিত্যের অফুরন্ত উত্স।
এবার শুনুন 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ' নামে টিভি নাটকের আরেকটি গান। গানের নাম 'স্বর্গে যাওয়ার পথ প্রশস্ত'। গেয়েছেন ছুই চিং হাও। এ গানটি বলা হয়েছে, থাংসেং তার তিনজন শিষ্যকে সঙ্গে নিয়ে পশ্চিমাঞ্চলে যাওয়ার পথে নানা বিপদজনক অবস্থার মুখোমুখি হয়েছেন। তারা নানা রকম খারাপ ভূতকে নির্মূল করেছেন।
৩০ বছর আগে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র প্রথমবারের মতো 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ' নাটকটি টিভি পর্দায় নিয়ে আসে। সে সময় যে সব প্রধান অভিনেতারা এ নাটকে অভিনয় করেছিলেন এখন তাদের সকলেরই বয়স হয়েছে। তবে এ টিভি নাটকে অভিনয় করার কারণে তারা আজও চীনা দর্শকদের কাছে জনপ্রিয় তারকা।
সু উ খোংয়ের চরিত্রে অভিনয় করা অভিনেতার নাম লিউ সিয়াও লিং থোং। তার বাবার চূড়ান্ত আশা বাস্তবায়নের জন্য তিনি সক্রিয়ভাবে আবার 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ' নামে টিভি নাটক তৈরির প্রস্তুতি নেন। ২০১৪ সালে তিনি আবার এ উপন্যাস নিয়ে ধারাবাহিক চলচ্চিত্র তৈরি করেন।
'ভারতীয় মেয়ে' শিরোনামে একটি গান আছে 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ' নাটকের জনপ্রিয় গানগুলোর অন্যতম। গানটি গেয়েছেন লি লিং ইয়ু। তিনি এ টিভি নাটকে ভারতীয় মেয়ের চরিত্রে অভিনয়ও করেন। গানটি এ মেয়ের থাংসেংয়ের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের সময় প্রচারিত হয়।
এ গানে বলা হয়েছে, 'কে তোমাকে আমার কাছে পৌঁছে দিয়েছে? সে গোলাকার চন্দ্র। সে পাহাড়ের ঝরণা। আমি ফুলের মালা পড়ে তোমার পাশে থাকবো'।
থাংসেং ও তার শিষ্যরা 'কন্যার দেশ' অতিক্রম করার সময় সে দেশের সুন্দরী রানী সঙ্গে দেখা করেন। রানী থাংসেংকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যান। তিনি থাংসেংকে বিয়ে করতে চান। এমন সুন্দর, নম্র ও বিনয়ী রানীকে দেখে থাংসেংয়ের মনও এক মূহুর্তে নরম হয়ে যায়। কিন্তু শেষে তিনি মনের আবেগ নিয়ন্ত্রণ করে আবার শিষ্যদের নিয়ে পশ্চিমাঞ্চলের দিকে রওনা হয়ে যান।
এখন আপনারা শুনুন 'কন্যার দেশ' পর্বের একটি গান। এ গানের নাম 'মিলিত হওয়া কঠিন; বিদায় করা আরো কঠিন'। এ গানে কন্যার দেশের রানীর থাংসেংকে বিদায় দেওয়ার সময়ে মনের কষ্ট বর্ণনা করা হয়েছে।
সুপ্রিয় শ্রোতা, 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ' নামে উপন্যাসে চারটি প্রধান চরিত্র ছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো সাদা ড্রাগণ ঘোড়া। থাংসেং এ ঘোড়ায় চড়ে পশ্চিমাঞ্চলে যান। এ ঘোড়া কোনো সাধারণ ঘোড়া নয়। এই ঘোড়াটি আসলে ছিলো পশ্চিম সাগরের ড্রাগণ সম্রাটের তৃতীয় ছেলে। কিছু অপরাধের কারণে স্বর্গের রাজা তাকে শাস্তি দিয়ে ঘোড়ায় পরিণত করেছে। সে বন্দী হওয়ার সময় ভুল করে থাংসেংয়ের ঘোড়াটি খেয়ে ফেলে। তাই তাকে সাদা ঘোড়ায় পরিণত করা হয়। সে থাংসেংকে বৌদ্ধশাস্ত্রে জ্ঞানার্জনের জন্য দূর দেশে যেতে সাহায্য করে। শেষ পর্যন্ত সে নিজেও বৌদ্ধ ধর্ম গ্রহণ করে।
এবার শুনুন 'সাদা ড্রাগণ ঘোড়া' নামে একটি গান। গানটি 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ' নামে কার্টুন ছবিতে প্রচারিত হয়েছে।
বন্ধুরা, এ পর্বে 'সুর ও বানী' আসরে আপনাদের শুনিয়েছি চীনের প্রাচীনকালের বিখ্যাত উপন্যাস 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ' শীর্ষক টিভি নাটকের কয়েকটি গান। অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের শোনাবো 'সাহস করে প্রশ্ন করি, পথ কোথায়?' নামের একটি গান। গেয়েছেন চিয়াং দা ওয়েই।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আপনারা 'পশ্চিমাঞ্চলে ভ্রমণ' নামে উপন্যাস অবলম্বনে নির্মিত টিভি নাটকের কয়েকটি গান শুনলেন। কেমন লেগেছে? আমাকে জানাবেন।
আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/মান্না)