চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শাননানের শিক্ষা উন্নয়ন
  2016-01-16 19:01:52  cri

চীনের তিব্বতের দক্ষিণাঞ্চলের শাননান'কে বলা হয় তিব্বতী জাতির 'দোলনা'। এখানেই তিব্বতী সংস্কৃতির উত্পত্তি। বিগত বছরগুলোতে তিব্বতের সরকার নতুন শিক্ষানীতি চালু করে এবং শাননান অঞ্চলের স্থানীয় সরকার বিদ্যমান অবস্থার ভিত্তিতে শিক্ষার উন্নয়নে উদ্যোগ নেয়। এর ফলে সেখানে শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্ব পায়। আর এর ফল হিসেবে স্থানীয় শিক্ষার মান উন্নত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে শাননান অঞ্চলে শিক্ষা উন্নয়নের বিষয়ে কিছু তথ্য জানাবো।

শাননান সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলে ১২টি জেলা রয়েছে। শাননানের আয়তন বিশাল। শাননান শিক্ষা ব্যুরোর কমিউনিস্ট পার্টির সম্পাদক ছাই শৌখুয়ান জানালেন, গোটা শাননানে শিক্ষা-উন্নয়ন প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে। তিনি আরও বলেন,'শাননানের ৯৯.৯৯ শতাংশ শিশু প্রাথমিক বিদ্যালয়ে যায়; ১০০ শতাংশ জুনিয়র শিক্ষার্থী মাধ্যমিক বিদ্যালযে যায়; এবং ৮৭ শতাংশ সিনিয়র শিক্ষার্থী কলেজে যায়। এ ছাড়া, প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগে এখানকার ৮৫.৫ শতাংশ শিশু কিন্ডারগার্টেনে ভর্তি হয়। শাননানের শিক্ষার মান গোটা তিব্বতের মধ্যে সবচে' ভাল। এ অঞ্চলে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা কার্যকর আছে। এখানকার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাঙ্গনে ভর্তি ও সেখান থেকে স্নাতক হয়ে বের হবার হার ৯৪ শতাংশ, যা রাজধানী লাসার তুলনায়ও ৯ শতাংশ বেশি।'

শাননানে বিভিন্ন পর্যায়ের স্কুল রয়েছে ৩৮০টি। এর মধ্যে সিনিয়র মাধ্যমিক স্কুল একটি, মধ্য পর্যায়ের পেশাগত স্কুল একটি, প্রাথমিক স্কুল ৯৫টি, কিন্ডারগার্টেন ১৫৭টি। আর এ সব স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ৫৭ হাজার ২৯১ জন।

ছাই শৌখুয়ান জানান, চীনের কেন্দ্রীয় সরকার তিব্বতের শিক্ষার মান উন্নয়নে অবদান রেখেছে। তিব্বতে সবাইকে ১৫ বছর বাধ্যতামূলক শিক্ষা নিতে হয়। এর মধ্যে প্রাথমিক স্কুলের আগে তিন বছরের কিন্ডারগার্টেন শিক্ষা, ছয় বছরের প্রাথমিক শিক্ষা, তিন বছরের জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা, ও তিন বছরের সিনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা আছে। ১৯৮৫ সাল থেকে কৃষক ও পশুপালকদের সন্তানদের বিদ্যালয়ে বিনামূল্যে খাবার সরবরাহ করা শুরু হয়। তখন থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের বাস সুবিধাও দেয়া শুরু হয়। তা ছাড়া, বিদ্যালয়ের সকল ফি-ও মওকুফ করে দেওয়া হয়। এ পর্যন্ত ৫ লাখেরও বেশি শিক্ষার্থী এর ফলে উপকৃত হয়েছে। প্রতি বছর তাদের জন্য শিক্ষার্থীপ্রতি গড়ে ৩ হাজার ইউয়ান করে ভর্তুকি দেওয়া হয়।

বর্তমান চীনের অধিকাংশ স্থানে ৯ বছরের বাধ্যতামূলক শিক্ষাব্যবস্থা চালু আছে। কিন্তু তিব্বতে ১৫ বছরের বাধ্যতামূলক শিক্ষাব্যবস্থা চালু হয়েছে। এ ছাড়া, কৃষক ও পশুপালকদের সন্তানদের উচ্চশিক্ষার জন্যও তিব্বতে বিভিন্ন সুবিধা দেওয়া হয়। ছাই শৌখুয়ান বলেন, 'আমরা ২০১২ সাল থেকে কৃষক ও পশুপালকদের সন্তানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করি। যদি তাদের কেউ জাতীয় পর্যায়ের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়, তবে তাকে ৪ থেকে ৬ হাজার ইউয়ান করে ভাতা দেওয়া হয়। আর তাদের কেউ যদি স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করে, তবে তাকে ২ থেকে ৪ হাজার ইউয়ান ভাতা দেওয়া হয়।'

তিনি বলেন, শাননানের আয়তন বড়, কিন্তু লোকসংখ্যা কম। কোনো কোনো শিশু-শিক্ষার্থীর বাড়ি বিদ্যালয় থেকে অনেক দূরে অবস্থিত। ফলে তারা বিদ্যালয়ে আগ্রহী হয় না। এ সমস্যা সমাধানে স্থানীয় সরকার ব্যবস্থা নিয়েছে। এ সম্পর্কে ছাই শৌখুয়ান বলেন, 'নতুন ব্যবস্থায় প্রথমে স্থানীয় সরকার এসব শিশুর বাবা-মা'র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তি অনুসারেই এসব শিশু সুবিধা পেয়ে থাকে।'

চীনের কেন্দ্রীয় সরকার ও তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় সরকার শাননানের শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেয় এবং শিক্ষকদের জন্য ধারাবাহিক সুবিধাও চালু করে। শাননানের প্রথম প্রাথমিক স্কুলের পরিচালক কেলসাং এ সম্পর্কে বলেন, '২০১২ সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার 'তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গ্রামীণ শিক্ষকদের জন্য ভর্তুকি নীতি' প্রকাশ করে। এ নীতির ফলে শাননানসহ তিব্বতের দ্বিতীয় পর্যায়ের থানার একজন শিক্ষক প্রতি মাসে ৪০০ ইউয়ান করে, তৃতীয় পর্যায়ের থানার শিক্ষক প্রতি মাসে ৮০০ ইউয়ান করে এবং চতুর্থ পর্যায়ের থানার শিক্ষক প্রতি মাসে ১২০০ ইউয়ান করে ভর্তুকি পেয়ে থাকেন। এ নীতি আমাদের উত্সাহিত করে।'

শাননান মূলভূমিতে অবস্থিত। সেখানে প্রাকৃতিক পরিবেশ ভাল না। সারা বছর ঠান্ডা। শাননান ২০১০ সাল থেকে শিক্ষকদের জন্য আরেকটি পুরস্কার চালু করে। এখানে যে শিক্ষক টানা পাঁচ বছর বা তার বেশি সময় কাজ করেন, তাঁকে ২০ হাজার ইউয়ান পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া, শাননানে ২০১৩ সাল থেকে 'তিন শ্রেষ্ঠ' পুরস্কার দেওয়া শুরু করে। এর আওতায় শ্রেষ্ঠ স্কুল-পরিচালক, শ্রেষ্ঠ ক্লাশশিক্ষক, ও শ্রেষ্ঠ শিক্ষককে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে তাদেরকে প্রতি মাসে ২০০ ইউয়ান করে দেওয়া হয়।

কেলসাং নগোদ্রুপ শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পেয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, 'আমরা শাননানের শিক্ষকরা মন দিয়ে শিক্ষার্থীদের পড়াই। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মত আমাদেরও থাকা-খাওয়ার সুবিধা দেওয়া হয়। তাই আমরা আমাদের কাজ নিয়ে সন্তুষ্ট।'

শাননানের শিক্ষার মান দিন দিন বাড়ছে। গোটা তিব্বতেই এ অঞ্চলের শিক্ষার মান সবচে' ভাল। ছাই শৌখুয়ান বলেন, "তিব্বতের উন্নয়নের জন্য প্রথমেই চাই শিক্ষার উন্নয়ন। আমাদের লক্ষ্য হচ্ছ, ২০২০ সালের মধ্যে এ অঞ্চলে স্বচ্ছল সমাজ কায়েম করা। পাশাপাশি সমাজের স্থিতিশীলতার ভিত্তিও হ'ল শিক্ষা। চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ইউ চেংশেং বলেছেন, 'তিব্বতের ভবিষ্যত উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হ'ল শিক্ষা। তিব্বতের গণতান্ত্রিক সংহতির ভিত্তিও হ'ল শিক্ষা।' সেজন্য আমি মনে করি, শিক্ষার উন্নয়ন ভীষণ গুরুত্বপূর্ণ।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040