20160114yinyue.mp3
|
হুয়াং ইয়োংছেন হচ্ছেন জাপান প্রবাসী চীনা সুরকার ও পিয়ানো বাদক। চিকিত্সা ভিত্তিক বৈশিষ্ট্যপূর্ণ সুর সৃষ্টি করার কারণে তিনি জাপানের সংগীত মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এখন শুনুন তার বাজানো সুর 'কবিতার মতো শান্ত'।
পিপা বাদক চাও ছো
চাও ছোং হচ্ছেন চীনের আধুনিক পিপাবাদক। তিনি চীনের কেন্দ্রীয় জাতীয় সমবেত বাদকদলের প্রথম পিপাবাদক। তিনি চীনের রাষ্ট্রীয় পর্যায়ের প্রথম শ্রেণীর বাদক, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুব ফেডারেশনের সদস্য, পেইচিং বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা দলের প্রধান উপদেষ্টা। তিনি 'কারমেন', 'সর্বোত্কৃষ্ট চিরকাল', 'পিপার নতুন সুর', 'চীনকে শুনুন' নামে বেশ কয়েকটি ব্যক্তিগত অ্যালবাম প্রকাশ করেছেন। এখন শুনুন তার বাজানো সুর 'দক্ষিণ চীনের রেখাপাত'।
ই মিং শান ছিলেন আনহুই প্রদেশের একজন অন্ধ সুরকার। তিনি গ্রামাঞ্চলের এক গরীব পরিবারের ছেলে। ছোটবেলা থেকে লোকশিল্পীদের বাজানো বাঁশির সুর শুনতে পছন্দ করেন তিনি। এখন শুনুন তার বাজানো বাঁশির সুর 'শত পাখির গান'।
লিউ চি ফেই
লিউ চি ফেই একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। তার অ্যালবামের প্রতিটি সুর স্বপ্নের মতো মনস্পর্শী। তিনি সংগীতের মাধ্যমে পরীর পৃথিবী বা রূপকথার পৃথিবী সৃষ্টি করেছেন। এখন শুনুন তার বাজানো সুর 'ভেগার (ভেগা নক্ষত্র) মনের রেশমী সুতা'। এ সুরে প্রায় এক হাজার বছর আগের এক প্রেমের রূপকথা বর্ণনা করা হয়েছে।
লি চি হুই হচ্ছেন নতুন যুগের সুরকার ও ভৌগোলিক সংগীতজ্ঞ এবং চীনের 'তোমার কান নিয়ে ভ্রমণ' শীর্ষক সঙ্গীতানুষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি নিখুঁতভাবে চীনের প্রাচীন ও আধুনিক সংগীতের সংমিশ্রণে এক বৈশিষ্ট্যপূর্ণ সুর সৃষ্টি করেছেন। এখন শুনুন তার ২০০০ সালের সংগীত কর্ম 'নিষিদ্ধ নগরীর ফুলের বাগান'। এ সুরে চীনের নিষিদ্ধ নগরীর সম্রাটের স্বপ্ন, মন্ত্রীর স্বপ্ন ও পত্নীর স্বপ্নের মিলন ঘটানো হয়েছে। নিষিদ্ধ নগরীর উচ্চ দেওয়ালও বসন্তকালের আগমনকে বাধা দিতে পারে নি। বছরের পর বছর, এ নিষিদ্ধ নগরীর ফুল বাগানে ফুল ফুটেছে, আবার শুকিয়ে গেছে।
বন্ধুরা, 'চাইনিজ প্যালাডিন' হচ্ছে চীনের প্রথম কম্পিউটার গেমসের রূপান্তরিত টেলিভিশন নাটক। এখন শুনুন এ নাটকের একটি সুর। সুরের নাম 'ভুলে যাবে না, হারিয়ে যাবে না'।
টেলিভিশন নাটক 'চাইনিজ প্যালাডিন'