সাহিত্য ও সংস্কৃতি'--০১১২
  2016-01-12 16:12:31  cri
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান 'সাহিত্য ও সংস্কৃতি'। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু ওয়াং ছুই ইয়াং জিনিয়া।

বন্ধুরা, 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠানে আপনারা বিভিন্ন ছোট গল্প, আধুনিক ও প্রাচীন কবিতা, সাহিত্যিকের জীবনী ও তাদের কর্ম, উপন্যাস, নাটক- এক কথায় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। তাহলে শুরু করা যাক, আজকের 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক অনুষ্ঠান।

বন্ধুরা এখন শুনুন দু'টি সাংস্কৃতিক খবর।

২০১৬ সালের প্রথম দিন চীনের কুয়াং চৌ প্রদেশের মেই চৌ শহরে প্রথম চা সংস্কৃতি দিবস 'চিন সিউ আন্তর্জাতিক চত্বরে' অনুষ্ঠিত হয়েছে। এতে চা প্রতিযোগিতা, চা সংস্কৃতিসহ বিভিন্ন তত্পরতার আয়োজন করা হয় ও চা বিদ্যার পরিচয় তুলে ধরা হয়।

মেই চৌ শহরের কৃষক শিল্প ব্যুরোর সম্পাদক লিউ ইয়ু থাও উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চা সংস্কৃতি দিবসকে 'চা সংস্কৃতি পর্বে' পরিণত করতে চায় মেই চৌ। ধারাবাহিক প্রদর্শনীর মাধ্যমে মেই চৌ শহরের দ্য হাক্কাসের ঐতিহ্যবাহী চা, চা উত্পাদন প্রক্রিয়া ও চা সংস্কৃতি প্রদর্শন করা হবে।

দিবসটিতে এক হাজারেরও বেশি চা প্রেমিক বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে চা সংস্কৃতি প্রদর্শনের পাশাপাশি দশ হাজার বোনাস অর্জন করেছে।

মেই চৌ শহরের প্রাকৃতিক পরিবেশ খুবই ভাল, যা চা উত্পাদনের জন্য উপযুক্ত। শহরটির চা উত্পাদনের ইতিহাসও বেশ দীর্ঘ। চীনের ছিং রাজবংশ থেকে মেই চৌ-এ ছয় ধরনের বিখ্যাত চা উত্পাদন করা হচ্ছে।

মেই চৌ ছেড়ে আমরা এবার মালয়েশিয়ায় যাচ্ছি।

আগের সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠানে আমি চীনের ৪টি বিখ্যাত ক্ল্যাসিকাল উপন্যাসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। সেগুলো হলো 'All Men Are Brothers', 'The Romance of the Three Kingdoms', 'Story of a Journey to the West or The Pilgrimage to the West' এবং 'A Dream in Red Mansions'। সম্প্রতি মালয়েশিয়ার চীনা সংস্কৃতি গবেষণা কেন্দ্র এবং অনুবাদ ও সাংস্কৃতিক কর্ম সমিতি যৌথভাবে মালয়েশীয় ভাষায় চীনের ৩টি বিখ্যাত ক্ল্যাসিকাল উপন্যাস অনুবাদ করেছে। শুধুমাত্র 'A Dream in Red Mansions' উপন্যাসটি অনুবাদ করেনি।

মালয়েশিয়ার চীনা সংস্কৃতি গবেষণা কেন্দ্রের প্রেসিডেন্ট গোহ হিন সান (Goh Hin San) বলেছেন, 'A Dream in Red Mansions' উপন্যাসটি অনুবাদ করা বেশ কঠিন। অনুবাদ কেন্দ্রের কর্মীরা গত ৫ বছর ধরে এ উপন্যাসটির ১২০ পর্বের মধ্যে মাত্র ৪০ পর্বের অনুবাদ শেষ করেছে। তিনি আশা করেন আগামী ৩ বছরের মধ্যে এ উপন্যাসটি অনুবাদের কাজ শেষ হবে।

বন্ধুরা, এখন শুনুন হংকংয়ে খেলনা সংগ্রহ প্রদর্শনী-বিষয়ক একটি প্রতিবেদন।

৫ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চীনের হংকংয়ে অনুষ্ঠিত হচ্ছে 'Salute to Hong Kong Toys'নামে খেলনা প্রদর্শনী। প্রদর্শনীতে চীনের বিখ্যাত খেলনা সংগ্রাহক লিন লিয়াং-সহ অনেক সংগ্রাহকের অসংখ্য খেলনা প্রদর্শন করা হচ্ছে। সব খেলনাই মেড ইন হংকং। প্রদর্শনীতে হংকংয়ের মানুষ জন নিজেদের শিশু-কিশোর জীবনের খেলনা দেখার পাশপাশি হংকংয়ের খেলনা উন্নয়নের ইতিহাস সম্পর্কেও জানতে পেরেছে।

মানুষ জানে হংকং একটি উন্নত শহর। সেখানে রয়েছে উঁচু উচু দালান-কোঠা। এটি বিশ্বের অন্যতম আর্থিক কেন্দ্রও বটে। কিন্তু বন্ধুরা হয়তো জানেন না যে, গত শতাব্দীর ৭০, ৮০ দশকে, হংকংয়ের খেলনা ব্যবসার দ্রুত উন্নয়ন হয়েছে। এমনকি হংকংয়ের প্রশাসক লিয়াং চেন ইংও বলেন, যখন তিনি শিশু ছিলেন, তখন তার মা প্লাস্টিকের ফুল তৈরি করে টাকা উপার্জন করতেন।

৭০ দশকে জাপানের লোহার খেলনা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু তারপর দ্রুত প্লাস্টিকের খেলনা বাজার দখল করে নেয়। একই সময় অনেক বড় বড় কোম্পানি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের খেলনা উত্পাদন কম্পানি হংকংয়ে কারখানা প্রতিষ্ঠা করে। সেজন্য হংকংয়ের খেলনা শিল্পও দ্রুত উন্নত হয়ে ওঠে।

এবার প্রদর্শনীতে গত শতাব্দীর ৮০ দশক থেকে আধুনিক সময়ের খেলনা প্রদর্শন করা হয়। যেমন, ব্রুস লি'র খেলনা পুতুল, Popeye the Sailor Man ইত্যাদি খেলনা। তা ছাড়া চীনের বিখ্যাত সংগ্রাহক লিন লিয়াং'র বিখ্যাত ট্রান্সফরমার সংগ্রহ (transformers collection) খুবই জনপ্রিয়। যা বেশিরভাগ ছেলেদের স্বপ্নের খেলনা।

বর্তমানে taobao.com ও jd.com দু'টি থেকে অনলাইন শপিংয়ে সহযোগিতা করেছে হংকং। ওয়েবসাইটে কেনা-বেচার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বাজার উন্নয়নের চেষ্টা চলছে।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমৎকার পরামর্শ আশা করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com।

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান (জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040