দিল্লিতে অনুষ্ঠিত হলো, 'সি চিন পিং: চীনের শাসননীতি' বইসংক্রান্ত গবেষণা সভা
  2016-01-11 15:44:00  cri

জানুয়ারি ১১: রোববার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হলো 'সি চিন পিং: চীনের শাসননীতি' বা 'সি চিন পিং: দ্য গভর্নেস অফ চায়না' বইসংক্রান্ত গবেষণা সভা। ২৪তম দিল্লি বিশ্ব বইমেলায় এ সভার আয়োজন করা হয়। এবারের বইমেলার প্রধান অতিথি রাষ্ট্র চীন। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়, চীনের জাতীয় প্রেস, বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন প্রশাসন, ভারতের চীনা দূতাবাস ও চীনের বিদেশি ভাষা ব্যুরো যৌথভাবে এ গবেষণা সভার আয়োজন করেছে।

'সি চিন পিং: চীনের শাসননীতি' বইটি ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, রুশ, আরবি, জার্মান, জাপানিজ, পর্তুগিজ, কোরিয়ানসহ মোট ১১টি ভাষায় অনুবাদ করা হয়েছে। চীনের বহু ভাষা বিভাগ, রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়, কেন্দ্রীয় কমিটির দলিল গবেষণালয়, চীনের বিদেশি ভাষা ব্যুরো বিদেশি ভাষায় অনুবাদ ও প্রকাশনার কাজ করেছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে বিদেশি ভাষা প্রকাশনালয় বইটি প্রকাশ করে। বইটিতে ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত সি চিন পিংয়ের ৭৯টি বক্তৃতা, ভাষণ, প্রশ্নোত্তর, নির্দেশনা ও অভিনন্দন বাণী অন্তর্ভুক্ত হয়েছে। বইটিতে মোট ১৮টি বিভাগ রয়েছে।

বিদেশি ভাষায় বইটি অনুবাদের পর বিশ্বব্যাপী বেশ কিছু আন্তর্জাতিক বইমেলায় তা প্রদর্শিত হয় এবং আন্তর্জাতিক সমাজ

বইটির উচ্চ প্রশংসা করে। সর্বশেষ হিসেব অনুযায়ী বিশ্বের ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলে মোট ৫৩ লাখ ৭০ হাজার কপি প্রকাশিত হয়েছে।

চীনের প্রেস, বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন প্রশাসনের উপমন্ত্রী সুন সো শান বলেছেন, চীনে সংস্কার ও উন্মুক্তকরণ শুরুর পর এই প্রথম চীনের কোনো রাষ্ট্রপ্রধানের বই আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ সংখ্যক প্রকাশের রেকর্ড সৃষ্টি করেছে। এ বইটি আন্তর্জাতিক সমাজের জন্য আধুনিক চীনকে জানার এক গুরুত্বপূর্ণ জানালা।

ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লো ইয়ু চেং আশা করেন, এ বইটি চীন-ভারত বিনিময় বাড়াবে, ভালোভাবে চীনকে জানতে ও উপলব্ধি করতে ভারতীয় পাঠকদের সহায়তা করবে।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040