সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যা করা উচিত
  2016-01-10 16:58:26  cri


দিনের আটঘণ্টা বা তার চেয়েও বেশি সময় আমরা কর্মক্ষেত্রে থাকি। এই দীর্ঘ সময় আমরা শুধু কাজই করি না অনেক সময় সহকর্মীদের সঙ্গে কথা বলি, আড্ডা দেই। এই কথা বলা আর আড্ডাটা যতটা না আমাদের সময় নষ্ট করে তারচেয়েও অনেক বেশি বাড়িয়ে দেয় কাজের গতি। আসলে কাজের জায়গায় যদি সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হয়, তাহলে অফিসে থাকাটাই অসহনীয় হয়ে ওঠে।

তাই সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা খুব জরুরি। 'সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যা করা উচিত'। এ বিষয়ে আজ আমরা কিছু টিপস নিয়ে আলোচনা করবো।

১. যখনই কোনো সহকর্মীর সঙ্গে দেখা হবে হাসিমুখে কথা বলুন। খোঁজ-খবর নিন। কাজের ক্ষেত্রে সে কোনো সমস্যায় পড়লে তার পাশে দাঁড়ান। আর এভাবেই সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

২. কর্মক্ষেত্রে বেতন এবং পদবীর বিচারে নয়, এমনিতেই মানুষ হিসেবে সবাইকে শ্রদ্ধা করুন। সহকর্মীরা কেমন পরিবার থেকে এসেছে এটা বিবেচনা না করে তার কাজের মূল্যায়ন করুন।

৩. সহকর্মীর সঙ্গে আলোচনার সময় সতর্ক থাকুন, যাতে অন্য সহকর্মীর বিরুদ্ধে পরচর্চা করা না হয়।

৪. একা একা না খেয়ে সহকর্মীদের সঙ্গে লাঞ্চ করুন। তাদের জন্মদিন, বিবাহবার্ষিকী নোট করে রাখুন, নির্দিষ্ট দিনে অভিনন্দন জানান।

৫. কখনো অন্যের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে অতিউৎসাহ প্রকাশ করবেন না।

৬. আপনার নির্ধারিত কাজ খুব সততার সাথে করুন। ভালো কাজের মাধ্যমেই আপনি সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারেন।

৭. কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুস্থ ও সুন্দর সম্পর্ক কর্মপ্রেরণা বাড়াতে সাহায্য করে।

৮. একটি অফিসে অনেক মানসিকতার সহকর্মী থাকে। অফিসের সবার সাথে যদি ভাল সম্পর্ক থাকে তবে আপনি সেই অফিসে অনেক দিন টিকে থাকতে পারবেন। কোন সমস্যা হলেও আপনাকে সহায়তা করবে অন্য সবাই।

আরেকটি বিষয় মনে রাখবেন, অফিসে সহকর্মীদের কারণেই আপনি বেশিরভাগ ক্ষেত্রে ঝামেলায় পড়তে পারেন। সে জন্য আপনি যে বিষয়গুলি অবশ্যই অনুসরণ করবেন-

১। অফিসের প্রথম দিনঃ অফিসের প্রথম দিন হচ্ছে স্মরণীয় একটি দিন। সবার সাথে ঠান্ডা বা নরম সুরে কথা বলুন। বুঝিয়ে দিন আপনি এই অফিসে কী কাজ করবেন। আপনাকে যেন সাহায্য করেন সে জন্য বিনীত অনুরোধ করুন। আন্তরিকতা দেখান, আপনি কাজ ভাল পারেন এটা একবারের জন্যও না বলে কাজে দুর্বল সেটাই বলুন। দাম্ভিকতা পরিহার করে স্বাভাবিক আচরণ শুরু করুন। এতে সবাই প্রথম দিনেই আপনার প্রতি অনুরক্ত হয়ে পড়বে।

২। ধাপে ধাপে সহকর্মীদের মানষিকতা বুঝুনঃ একদিনে নয় একাধিক দিন অনুশীলন করুন, সত্যিই লোক হিসবে তিনি কেমন, মানুষ হিসেবে কেমন, কাজে কতটা দক্ষ কিংবা কতটা সাহায্যপ্রবন বা হেল্পফুল। মাথায় রাখবেন, সবাই একরকম নন। তাই বলে কাউকে আপনি বাদ দিতে পারবেন না। সবাইকে আপনার লাগবে, এটাই ভাবুন। তাই যিনি যা চান তাকে তা করতে সহায়তা করুন। অফিসে সবার কাছে গ্রহনীয় হবার জন্য এটা করতেই হবে।

৩। প্রতিযোগীতাঃ অফিস আর স্কুল এই দুইটি জায়গার মধ্যে তেমন কোন তফাত নেই। স্কুলে যেমন সব বন্ধুকে হার মানিয়ে প্রথম হবার লক্ষ্য সবারই থাকে তেমনি অফিসেও থাকে। তবে এক্ষেত্রে প্রতিযোগী/প্রতিযোগিনীর সংখ্যা একটু কম হয়। আর এই প্রতিযোগীতায় কখনোই চুপচাপ বসে থাকা ভাল নয়। কিন্তু এই প্রতিযোগীতা অন্য কেউ কিভাবে দেখছে সেটাও দেখুন। আপনার কাজ ছাড়া আর তেমন কোন কারনেই আপনি বসের কাছে প্রিয় হতে যাবেন না।

উর্মি :

৪। অর্থনৈতিক সম্পর্কঃ অফিসের সহকর্মীর সাথে অবশ্যই অর্থনৈতিক কোন না কোন লেনদেনের সম্পর্ক হয়ে যায়। এর থেকে শুরু হয় খারাপ সম্পর্কের। অনেকের ভাল সম্পর্কের সুত্রটাও এখান থেকেই হয়। তবে সবচেয়ে ভাল যেটা তা হলো এই সম্পর্কের সাথে না জড়ানো। ক্ষতি নেই যদি আপনি সহনশীল হয়ে থাকেন। ধার দেবার জন্য মানসিকতা তৈরি করুন এমন ভাবে যে তিনি সেই টাকা ফেরত না দিলেও যেন আপনার কোন ক্ষতি না হয়।

৫। পারিবারিক ঘটনা নিয়ে আলাপঃ মজা করার অনেক কিছুই আছে। নিজের পরিবারের কথা নিয়ে এটা করবেন না। মজা করার ছলে কখনোই পারিবারিক বিষয়ে আলাপ করা আর আপনি একদিন আলোচনার বিষয়ে পরিনত হওয়া একই কথা। তাই বিরত থাকুন।

৬। নারী/পুরুষ সহকর্মীকে সহজভাবে নিনঃ নারীদের প্রতি দুর্বল থাকাটা দোষের হয় না। কিংবা পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়াটা মোটেই দোষ নয়। কিন্তু প্রকাশ করবেন না। নারীকে নারী নয় কিংবা পুরূষকে পুরুষ না ভেবে কাজ করুন। সম্পর্ক একটাই হবে তাহল- সহকর্মী। এর বেশি কিছু করবেন না। আর যদি করেই ফেলেন তবে সেই অফিস থেকে অব্যাহতি নিয়ে তারপর সম্পর্ক করুন।

৭। অফিসে নিজের পরিবারের কাউকে নিয়োগ দিবেন নাঃ অফিসে যদি নিজের বোন কিংবা স্ত্রী অথবা ছোট ভাই কিংবা শ্যালককে নিয়োগ করান তবে সেটা দু'জনের জন্য খারাপ এবং হুমকি সরূপ। অন্য সহকর্মীরা এটা মেনে নিতে চান না। তাই আপনার ফ্যান তৈরি না হয়ে নিন্দুক তৈরি হবে। সহকর্মীদের সাথে ভাল থাকার জন্য আপনার দুর্বল কোনো জায়গা থাকা কোন মতেই ঠিক নয়।

৮। প্রিয় কিংবা অপ্রিয় লিস্ট প্রকাশঃ অনেকেই বলেন, আমি অমুকের ফ্যান, ওটা ভাল লাগে, ওটা ভাল লাগে না এসব। এই লিস্ট প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। সহকর্মীর সাথে নয়। অফিসে সবার কাছে গ্রহণীয় একজন সহকর্মী হতে গেলে এই কাজ থেকে বিরত থাকাই ভাল।

৯। কারো ভুল নিয়ে সমালোচনা নয়: ভুল করা মানুষের অভ্যাস। কারো ভুল ধরা পড়ে গেলে সেটা নিয়ে সমালোচনা না করে গোপনে তাকে জানিয়ে দিন। অন্য কারো কাছে নিজের সহকর্মীকে হেয় প্রতিপন্ন করবেন না। এক্ষেত্রে আপনি বিশ্বস্ত হবার সুযোগ পাবেন।

(ওয়াং হাইমান/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040