দুর্নীতি দমনে 'সি চিন পিং মডেল'
  2016-01-06 19:37:30  cri

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু করেন, তার কারণ সুস্পষ্ট। তিনি চান, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে চীনা জনগণের জীবনমান উন্নত করতে এবং সর্বোপরি চীনা জাতির মহান পুনরুত্থানের 'চীনা স্বপ্ন' বাস্তবায়ন করতে।

দুর্নীতিদমন সম্পর্কে বিভিন্ন সময়ে প্রেসিডেন্ট সি চিন পিং বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তার এসব মন্তব্য চীনের জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। এ মন্তব্যগুলো দেশে ব্যাপক প্রচারও পেয়েছে।

সি চিন পিং

২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর চীনের কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির এক অধিবেশনে প্রেসিডেন্ট সি বলেন, "উচ্চপদস্থ কেউ হলেও, আইন অমান্য করলে তার দায় তাকে নিতে হবে। আমি মনে করি, এতে মাথায় আকাশ ভেঙে পড়বে না। কঠোরভাবে দুর্নীতি তদন্ত করে সংশ্লিষ্টদের শাস্তি দিলে আমাদের পার্টি আরও শক্তিশালী হবে, পার্টির মধ্যে সুস্থ পরিবেশ আরও উন্নত হবে। তদন্ত চলাকালে যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে তাকে তাত্ক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।"

২০১৪ সালের ১৮ মার্চ হোনান প্রদেশের লানখাও জেলার পার্টি কমিটির স্থায়ী কমিটির এক বর্ধিত সভায় সি চিন পিং বলেন, "নেতৃত্বের কাজ কষ্টের। অনেক সময় সোমবার থেকে রোববার—দিনরাত টানা কাজ করতে হয়। যদি আরামদায়ক জীবন চান, তাহলে নেতৃত্বের দায়িত্ব নেবেন না। হ্যা, দায়িত্ব পালনকালে যদি কিছু অবসর পান, তবে তা পরিবারকে দিন, স্বজনদের সঙ্গে এক কাপ চা খান, একটি বই পড়ুন, ব্যায়াম করুন, বা কোনো মার্জিত শখের কাজ করুন। এভাবে সময় কাটলে জীবনমান ভালো থাকে। সরকারি কর্মকর্তাদের উচিত সুস্থ কাজ ও জীবনের উপায় অন্বেষণ করা। তাহলে কোনো অশ্লীল বা অবৈধ জিনিস তাদের স্পর্শ করবে না।"

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সিয়াটলে প্রবাসী চীনাদের এক অভ্যর্থনা ভোজে চীনের প্রেসিডেন্ট বলেন, "চীনের কমিউনিস্ট পার্টি সর্বান্তকরণে জনগণকে সেবাদানকারী রাজনৈতিক পার্টি। ফলে সবসময় জনসাধারণের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে। ভালোভাবে দেশ শাসন করতে চাইলে, প্রথমে পার্টিকে ভালোভাবে পরিচালনা করতে হবে। আর পার্টি পরিচালনার ক্ষেত্রে হতে হবে কঠোর। পার্টির মধ্যে কোনো অশুভ প্রবণতা ও দুর্নীতি দেখা দিলে দৃঢ়তার সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 'রাঘব বোয়াল' আর 'চুনোপুটির' সমান শাস্তিকে জনগণ বরাবরই স্বাগত জানায়। আমরা অব্যাহতভাবে আইনানুসারে দুর্নীতি দমন করবো। আমরা এমন এক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবো, যেখানে দুর্নীতি করতে সংশ্লিষ্টরা ভয় পাবে এবং দুর্নীতি করতে চাইবে না।"

(ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040