চীনের কয়েকজন অভিনেতা বা অভিনেত্রীর গাওয়া বেশ কয়েকটি গান
  2015-12-31 16:08:58  cri



সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি লিলি লাবণ্য।

প্রিয় শ্রোতা, আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠানে আমি চীনের কয়েকজন অভিনেতা বা অভিনেত্রীর গাওয়া বেশ কয়েকটি গান শোনাবো আপনাদের। আশা করি, সবাই পছন্দ করবেন। বিশ্বাস করি, আজকের অনুষ্ঠান শোনার পর সবাই অবাক হয়ে যাবেন। আপনারা বলবেন, এই অভিনেতা-অভিনেত্রীরা ভালোভাবে অভিনয় করা ছাড়াও সুন্দরভাবে গানও গাইতে পারেন।

প্রথমেই চীনের অভিনেতা হু কো'র গাওয়া 'তার চোখে বৃষ্টি হবে' নামের গানটি উপভোগ করুন। এখানে 'তার চোখ' অবশ্যই মানে একটি মেয়ের চোখ। গানে প্রিয় ছেলেটির প্রতি মেয়েটির 'Love sickness' বর্ণনা করা হয়েছে। এখন পুরো গানটি শোনা যাক।

সুপ্রিয় শ্রোতা, এখন চীনের অভিনেত্রী চৌ সুনের গাওয়া 'তোমার সঙ্গে সমুদ্র দেখি' নামের গানটি বাজাচ্ছি। এ গানের কথা এ রকম, তরুণ বয়সে সবচেয়ে আগ্রহের কাজ হলো তোমার সঙ্গে সমুদ্র দেখা। তোমার কাছ থেকে চলে যাওয়ার পর আমি বুঝেছি, আমার জন্য তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হ্যাঁ, এই ঠাণ্ডা শীতকালে প্রিয়জনকে নিয়ে একসঙ্গে গ্রীষ্মপ্রধান দেশে ঘুরে বেড়ানো এবং সমুদ্র দেখা। আহা! কত রোমান্টিক।

শ্রোতাবন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন তা চীনের অভিনেতা ছেন খুনের গাওয়া 'বাঁকা চাঁদ' নামের একটি গান।

গানের কথা বলা হয়েছে,

সেই রাত সত্যিই রোমান্টিক

আমি তোমার সঙ্গে বাঁকা চাঁদ দেখেছি।

একটু লজ্জা পেয়েছি তবে সুখবোধ করেছি।

তোমার সঙ্গে থাকা আমার খুব পছন্দের একটি কাজ।

আমি ভাবছি প্রেম আমাদের দু'জনের খুব কাছাকাছি চলে এসেছে।

আচ্ছা বন্ধুরা, এখন পুরো গানটি শোনা যাক।

শ্রোতা, এখন সবাই মিলে চীনের অভিনেতা হুয়াং লেইয়ের গাওয়া 'আমি মনে করি আমি সাগর' শিরোনামে একটি গান উপভোগ করবো।

এ গানে বলা হয়েছে,

আমার মন যেন নরম বালুকাময় সৈকতের মতো।

মানুষ যত বড় হয়ে যাচ্ছে, পারস্পরিক সমঝোতা তত কঠিন হয়ে যাচ্ছে।

আমি মনে করি, আমি সাগর,

শীত কালের সাগর। শান্ত ও গভীর সাগর।

প্রিয় শ্রোতা, এখন আমরা একসঙ্গে চীনের অভিনেতা হুয়াং বো এবং হাং হাংয়ের যৌথভাবে গাওয়া 'ভাই' নামের গানটি উপভোগ করি।

এ গানে ভাইয়ের মতো বন্ধুত্বের গভীর ভাবানুভূতি বর্ণনা করা হয়েছে। বন্ধু, সে এক অসাধারণ শব্দ! এই বিশ্বে সত্যিকার একজন প্রকৃত বন্ধু পাওয়া কত সৌভাগ্যের ব্যাপার! মন খারাপ লাগলে বন্ধুর সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়। আবার ব্যাপক খুশি লাগে মনে। বন্ধুর অনুপ্রেরণা আমাদের সামনে এগিয়ে যাওয়ার চালিকাশক্তি।

প্রিয় শ্রোতা, এখন সবাই মিলে অভিনেতা লিউ ইয়ের গাওয়া 'ভালোবাসার কোনো সীমা নেই' নামের গানটি শুনবো।

এ গানের কথা এমন,

মায়াময় দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে দেখো।

তোমার দৃষ্টি আমার লম্বা শীত কালের জন্য উষ্ণতা বয়ে এনেছে।

আমার হাত ধরে কোনো কথা বলার দরকার নেই।

সেই মুহুর্তে তুমি আমার জগত।

আকাশের সীমা আছে। তবে ভালোবাসার কোনো সীমা নেই।

আমাকে সারা জীবন কত কাঠিন্য অতিক্রম করতে হবে। তারপরও তুমি আমার গৌরব।

শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসঙ্গে 'ভালোবাসা ও ক্ষতিসাধন' নামের একটি গান উপভোগ করবো। চীনের বিখ্যাত অভিনেতা চোং হান লিয়াং এ গানে কন্ঠ দিয়েছেন।

গানে প্রেমে জড়িয়ে পড়া দু'জন মানুষের এক ধরনের জটিল ভাবানুভূতি প্রকাশিত হয়েছে।

সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আমাদের সময় একদম ফুরিয়ে এলো।

দয়া করে দুটো ঠিকানাতেই আপনাদের ইমেইল ঠিকানা পাঠাবেন। আপনাদের সমর্থনের জন্য অশেষ ধন্যবাদ।

এবার বিদায় নেবার পালা। বিদায় নেওয়ার আগে আপনাদের আরো একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।

আগামী সপ্তাহে আবারো কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (লিলি/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040