বিদ্যায় হালশৈলী, বিদ্যায় ২০১৫, স্বাগতম ২০১৬
  2015-12-31 15:42:44  cri


রুবি: সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, নববর্ষ চলে আসছে, আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠানের বিশেষ আয়োজন ।

তৌহিদ: জি, রুবি। কালই ইংরেজি নববর্ষ, ২০১৫ সালে এমনই চলে গেছে। আমরা উপলব্ধি না পেয়ে, ২০১৬ গোপনে গোপনে চলে আসছে।

রুবি: তৌহিদ, নতুন বছর, সব কিছুই নতুন করে আমাদের সামনে আসতে যাচ্ছে। আমাদের বাংলা বিভাগ ও বাংলা সম্প্রচারেও বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। সে সম্পর্কে কি কিছু জানেন ?

তৌহিদ: জি, নতুন বছর নতুন কিছু পরিবর্তন তো হবেই। এ অনুষ্ঠান নিয়ে একটা খুব বড় পরিবর্তন হবে? তাই না।

রুবি: হ্যা, প্রিয় বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানটি বিদায়ী বছরের সর্বশেষ হালশৈলী। আজ এখানে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নেবো। পরে, হালশৈলী অনুষ্ঠান আর থাকবে না, আর আমিও নেই।

তৌহিদ: আপনিও নেই? কোথায় যাচ্ছেন, আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন নাকি ?

রুবি: হাহা, না, বন্ধুদের সঙ্গে একটু মজা করলাম। শ্রোতাবন্ধুদের ছেড়ে যাই কি করে ? এরপর আমি হয়তো রেডিওর অনুষ্ঠান করবো না, আমি প্রধানত আমাদের ওয়েবসাইটের কাজ নিয়ে ব্যস্ত থাকব। রেডিও'র শ্রোতারা এরপর থেকে আমার কণ্ঠ শুনতে পারবে না। বন্ধুরা, আমি তো আপনাদের ইতোমধ্যে মিস করা শুরু করে দিয়েছি। আপনারা আমাকে মিস করবেন কি?

তৌহিদ: তারা মিস করবেনই। নতুন কি কি বিষয় থাকবে, আপনি শ্রোতাদের বলবেন কি ?

রুবি: হ্যাঁ, তৌহিদ আমাদের বিভাগের পরিচালক আনুষ্ঠানিকভাবে নতুন কর্মসূচি প্রকাশের আগেই আমি এখানে আমাদের ওয়েবসাইট ও নতুন কাজের খবর ফাঁস করে দিচ্ছি।

তৌহিদ: হাহা, তাহলে যারা এখন রেডিও'র সামনে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, তারা ২০১৬ সালে বাংলা বিভাগের নতুন কাজ সম্পর্কে জেনে নিতে পারছে।

রুবি: রেডিও অনুষ্ঠান সম্পর্কে আমি শুধু একটি কথা বলতে পারি। আর তা হলো, আমাদের রেডিও অনুষ্ঠানে ব্যাপক পরিবর্তন হতে যাচ্ছে। আরও বেশ কিছু নতুন অনুষ্ঠান আপনাদের সামনে আসবে। আমাদের দু'টি ওয়েবসাইট বেঙ্গলি ডট সিআরআই ডটসিএন ও বেঙ্গলি ডট চায়না ডটকম'র পেইজের পুরোপুরি নতুনভাবে ডিজাইন করা হবে। সেখানে আরও আধুনিক ও সেবামূলক তথ্য থাকবে। এক্ষেত্রে আমি বলতে চাই, আমাদের নতুন এক সোশ্যাল কমিউনিকেশন অ্যাকাউন্ট খোলা হবে। সেটা অনেকটা ফেসবুকের মতো। উইচ্যাটে এমন একটি অফিসিয়াল অ্যাকাউন্ট খুলব। আমরা সেখানে বিভিন্ন বিষয়ে সারা বিশ্বের বাংলাভাষী বন্ধুদের জন্য বিভিন্ন রকম তথ্য সেবা দেবো।

তৌহিদ: উইচ্যাট এখন বাংলাদেশে অনেক মানুষ ব্যবহার করছেন। উইচ্যাট আকাউন্টের নাম কি, এখানে জানালে, শ্রোতারা ফলো করতে পারবেন।

রুবি: এখন শুধু পরিকল্পনায় আছে, নাম ঠিক করিনি। আমাদের শ্রোতা অ্যাকাউন্টের নাম ও বিষয় সম্পর্কে কোনো ভালো আইডিয়া থাকলে, বন্ধুরা কিন্তু আমাদের জানাতে পারেন।

তৌহিদ: ভালো তো, তাহলে সে সময় শ্রোতাদের সঙ্গে যোগাযোগ বিনিময়ের আরেকটি প্ল্যাটফর্ম তৈরি হবে। বেশ ভালো।

রুবি: জি, আমরা চাই, শ্রোতাদের সঙ্গে আরও যোগাযোগ বাড়াতে, আরো ঘনিষ্ঠতা তৈরি করতে। তৌহিদ, অনুষ্ঠান সম্পর্কে আমরা বেশি তথ্য জানিয়ে দিলাম। এবারে বিগত ২০১৫ সালে আমাদের কাজ, জীবন-যাত্রা, দুঃখ-আনন্দ এবং আসন্ন ২০১৬ সাল নিয়ে আমাদের আশা সম্পর্কে কথাবার্তা বলতে চাই।

তৌহিদ: জি, রুবি। ২০১৫ সালটি আপনার কেমন কেটেছে ? বিশেষ কি উপলব্ধি করেছেন এ বছর... এ সবকিছু একটি শব্দ দিয়ে যদি প্রকাশ করতে চান, তাহলে কি বলবেন ?

রুবি: পুরো বছর এক শব্দ দিয়ে সংকলন করা সত্যি সত্যি কঠিন। যদি সত্যি সত্যি বলতে বাধ্য, তাহলে সেটা হলো ভালোবাসা।

তৌহিদ: ভালোবাসা? বিস্তারিত বলুন?

রুবি: এ বছর আমি সত্যি সত্যি ভালোবাসা সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করেছি। গত মার্চ মাসে আমার বাবা গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। আইসিইউতে তিনদিন ধরে অচেতন হয়ে ছিলেন তিনি। সে সময় আমি বুঝতে পেরেছি যে, আত্মীয়দের কাছে সবসময় ভালোবাসা প্রকাশ করতে হয়, তা নাহলে কখন এই ভালোবাসার কথা বলার সুযোগ হারিয়ে যেতে পারে।

তৌহিদ: রুবি.....আপনি ঠিকই বলেছেন।

রুবি: তৌহিদ, চীনে এমন একটা সুন্দর কথা প্রচলিত আছে।

তৌহিদ: কি? বলুন তো

রুবি: যা প্রিয়কে দেখাতে চাও, দেখিয়ে দাও, যে কাজ করতে চাও, করতে দাও। তুমি জানো না, আগামীকাল অথবা দুর্ঘটনা কোনটি আগে চলে আসবে। জীবন লম্বা নয়, নিজেকে ভালোবাসো, কাছের মানুষকে ভালোবাসো। কারণ, পরবর্তী জীবনে হয়তো আর দেখা হবে না।

去见你心爱的人,去做你想做的事,你不知道明天和灾难哪一个先来。一辈子不长,对自己好点,对身边人好点 下辈子不可能遇到 ,好好珍惜每一个出现在你生命的人

তৌহিদ: ........

রুবি: তৌহিদ, এবার আপনি বলুন, আপনার ২০১৫ সালের অর্জন কি, কেমন কেটেছে এ বছর? একটা শব্দে।

তৌহিদ: সংগ্রাম/ বন্ধুত্ব

最高兴的事最伤心的事情,最恼火的事情。最后悔的事情,(সবচেয়ে আনন্দময় ঘটনা, সবচেয়ে দুঃখময় ঘটনা, সবচেয়ে বিরক্ত ঘটনা, সবচেয়ে অনুশোচনীয় ঘটনা)

展望未来:

নতুন বছরে আপনার কামনা।

রুবি:

তৌহিদ:

রুবি: তৌহিদ, আমরা নিজ নিজ অনেক আশার কথা বললাম। এখানে আমরা শ্রোতাদের জন্য শুভকামনা করি, কেমন।

তৌহিদ: জি। আমরা শ্রোতাদের সুন্দর, শান্তিময় এবং উন্নত জীবন কামনা করছি।

রুবি: আচ্ছা, আজকের অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে চলে এসেছে, শেষ করার আগে আমরা এক ঘোষণা করতে চাই যে, নতুন বছর আপনাদের প্রত্যাশা ও আশার কথা লিখে ইমেইলের মাধ্যমে আমাদের পাঠান। আপনাদের শুভেচ্ছা ও কামনা সংগ্রহ করে আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত হবে। বিস্তারিত জানতে চাইলে আমাদের bengli.cri.cn ও bengali.china.com ক্লিক করুন।

প্রিয় বন্ধু, অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনাদের একটি সুন্দর গান শুনাবো। গানের নাম গুডবাই গুডবাই। গানের শব্দ ও সুরের মাধ্যমে যেন আমার মনের কথা প্রকাশ করতে পারবে।...

তৌহিদ: আচ্ছা, বন্ধুরা, গানের সাথে শেষ করছি আজকের ও চিরদিনের হালশৈলী অনুষ্ঠান। বিদ্যায় হালশৈলী, বিদ্যায় ২০১৫। ২০১৬ স্বাগতম। (ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040