চীনের সিনচিয়াংয়ে শেষ হল দশম শীতকালীন পর্যটন উত্সব ও মেলা
  2015-12-26 18:29:47  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠান।

 

বন্ধুরা, এ অনুষ্ঠানে আপনাদের জন্য তুলে আনা হয়েছে পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা।

আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি প্রকাশ এবং আমি আইরীন নিয়াজী মান্না।

প্রকাশ : তাহলে মান্না আপা আজ আমরা কি কি খবর নিয়ে আলোচনা করবো।

মান্না : ধন্যবাদ প্রকাশ। বাছাই করা একটি সংবাদ দিয়েই আজ আলোচনা শুরু করা যাক।

প্রথম খবর : চীনের সিনচিয়াংয়ে শেষ হল দশম শীতকালীন পর্যটন উত্সব ও মেলা

সম্প্রতি চীনের সিনচিয়াংয়ে শেষ হয় তিন দিনব্যাপী দশম শীতকালীন পর্যটন উত্সব ও মেলা। সিনচিয়াং আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে 'পশ্চিম চীনের বরফ-তুষার পর্যটন উত্সব' এবং 'সিনচিয়াং শীতকালীন পর্যটন মেলা' অনুষ্ঠিত হয়েছে।

মেলায় ১৩২টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। তা ছাড়া, উত্সব ও মেলা পরিদর্শন করেন তিন কোটি ২০ লাখ দর্শক। এতে ৪৫০ কোটি ইউয়ান মূল্যের বাণিজ্যিক লেনদেন হয়েছে।

দ্বিতীয় খবর : সীমান্তরক্ষা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিতর্কিত পরিকল্পনা

অভিবাসীদের চাপ কমানোর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত এবং উপকূলীয় বাহিনীর জন্য বিতর্কিত কিছু পরিকল্পনা ঠিক করা হচ্ছে। ফ্রন্টেক্স নামে ইইউর বর্তমান সীমান্ত দলগুলোর চেয়ে বেশি ক্ষমতা দিয়ে ইউরোপীয় কমিশন একটি বাহিনীর প্রস্তাব করতে চলেছে।

তবে ইইউর কয়েকটি সদস্যদেশ এই অতিরিক্ত ক্ষমতা দেয়াকে জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে। পোল্যান্ড বলছে, সদস্যরাষ্ট্রের অনুমোদন ছাড়া তারা ইইউর সীমান্তরক্ষী পাঠানোর যেকোনো পদক্ষেপের বিরোধিতা করবে। প্রস্তাবিত বাহিনী সম্পর্কে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইটল্ড ওয়াশ্চজিকয়স্কি বলেন, এই ধরনের ক্ষমতাসমূহ 'বোঝাবে এটি একটি অগণতান্ত্রিক কাঠামো, যা সদস্য দেশগুলোর দ্বারা নিয়ন্ত্রিত নয়। তবে তিনি বলেন, ফ্রন্টেক্সকে শক্তিশালী করাটা 'সকল বিবেচনায় প্রয়োজনীয়'।

তৃতীয় খবর : ভারতের স্মার্টফোন বাজারে চতুর্থ স্থানে চীনের লেনোভো

জরিপ সংস্থা আইডিসি'র সম্প্রতি প্রকাশিত তৃতীয় কোয়ার্টারে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মোবাইল সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ভারতের স্মার্টফোন বাজারে চীনের লেনোভোর শেয়ার দ্বিতীয় কোয়ার্টারে ৬.৪ শতাংশ থেকে বেড়ে ৯.৫ শতাংশে দাঁড়িয়েছে। বর্তমানে ভারতে চতুর্থ বৃহত্তম স্মার্টফোন হিসেবে লেনোভোর বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় ৭২ শতাংশ বেড়েছে।

আইডিসি'র প্রতিবেদনে দেখা যায়, ভারতে স্মার্টফোন অনলাইন বিক্রিতে লেনোভো ২৮ শতাংশ বাজার দখল করে এখন প্রথম স্থানে রয়েছে। তৃতীয় কোয়ার্টারে ভারত মোট ২ লাখ ৮৩ হাজার স্মার্টফোন আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ২১.৪ শতাংশ বেশি।

বিশ্লেষকরা মনে করেন, ভারতের স্মার্টফোন বাজারের খুব দ্রুত উন্নয়ন হচ্ছে। ২০১৬ সালে তা যুক্তরাষ্ট্রকে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজারে পরিণত হবে।

চতুর্থ খবর : ৩৪ দেশের সঙ্গে সন্ত্রাসবিরোধী জোট গঠন করলো সৌদি আরব

সৌদি আরব সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে শক্তিশালী উপসাগরীয় দেশগুলো, মিশর ও তুরস্কসহ মোট ৩৪ দেশের সমন্বয়ে একটি জোট গঠন করেছে। তবে এ জোটে ইরানকে বাদ দেয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ'র খবরে মঙ্গলবার বলা হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সামরিক অভিযান সমন্বয় ও তাতে সহায়তা করতে সৌদি নেতৃত্বাধীন এ জোট গঠন করা হয়েছে। এ জোট হবে রিয়াদভিত্তিক। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আল সৌদ রিয়াদে এক সংবাদ সম্মেলনে বলেন, এ জোট সন্ত্রাসবাদের পাশাপাশি ইসলামি বিশ্বের সমস্যা মোকাবেলা করবে এবং সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে অংশীদার হবে।

সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে,আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে সহায়তার জন্য বন্ধু প্রতিম শান্তিপ্রিয় দেশগুলো ও আন্তর্জাতিক জোটগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। খবরে আরো বলা হয়েছে,ইন্দোনেশিয়াসহ আরো ১০ টি'রও বেশি মুসলিম দেশ এই জোটকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে।

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)'র বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণের আহবান জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে,সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্ত নিয়ন্ত্রণে দেশটির আরো বেশি কিছু করা প্রয়োজন এবং সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো ইয়েমেন সংঘাতের কারণে মনোযোগ সরিয়ে রেখেছে।


© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040