Web bengali.cri.cn   
চীনে বৃত্তিপ্রাপ্ত ১৪৬ জনকে সংবর্ধনা দিলো বাংলাদেশস্থ চীনা দূতাবাস
  2015-11-04 11:22:28  cri

অগাস্ট ২৮ : বাংলাদেশি ১৪৬ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী, অফিসার ও চাকরিজীবিকে বাংলাদেশস্থ চীনা দূতাবাস এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা দিয়েছে। বৃত্তিপ্রাপ্তরা চীন সরকারে বৃত্তি নিয়ে পড়াশুনা ও প্রশিক্ষণে জন্য শিগগিরই চীনে আসবেন।

শুক্রবার সকালে ঢাকার চীন দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত মা মিচিয়াংসহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় ও চীনা দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত মা মিচিয়াং বৃত্তিপ্রাপ্তদের স্বাগত জানিয়ে বলেন, আমি আশা করবো আপনারা কঠিন পরিশ্রমের সঙ্গে পড়াশুনা করবেন। নিজ দেশের উন্নয়ন ও এ দুদেশের কল্যাণকর বন্ধুত্বের সম্পর্ক উন্নয়নে অবদান রাখবেন। চীন-বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক এই সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তরা চীন সরকারের প্রতি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজিত রহমান বলেন, অবশ্যই আমরা ব্যাপক পরিশ্রমের সঙ্গে পড়াশুনা করে ভাল ফলাফলের মাধ্যমে নিজ দেশের মুখ উজ্জ্বল করবো। চীন-বাংলা সাংস্কৃতিক ভাব বিনিময়ের মাধ্যমে এ দু'দেশের বন্ধুত্বকে গৌরবময় পর্যায়ে নিয়ে যাবো।

তিনি আরো বলেন, চীনের ভাষা, সাংস্কৃতিক জ্ঞান ও গবেষণা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে ভবিষ্যত উন্নয়নে তা কাজে লাগাবো। দু'দেশের সম্পর্ক উন্নয়নে চীনের এই সাংস্কৃতিক ও শিক্ষা কর্মসূচি সহায়ক হবে।

বৃত্তিপ্রাপ্ত ১৪৬ জন বাংলাদেশি আগামী মাসে চীন এসে পৌঁছাবে। কৃষি, চিকিত্সা বিদ্যা, প্রকৌশল বিদ্যা, কম্পিউটার বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে চীনের নানা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন তারা।

উল্লেখ্য, মানবিক উন্নয়ন ও সাংস্কৃতিক উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেব চীন সরকার বিভিন্ন উন্নয়নশীল দেশের সঙ্গে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় করে থাকে। এই বিনিময়ের অংশ হিসেবে চীন সরকারের উদ্যোগে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ কোর্স এবং বৃত্তি প্রদান করা হয়। চীন সরকার ১৯৫০ সাল থেকে উন্নয়নশীল দেশের কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে চীনে পড়াশুনার করার জন্য বৃত্তি দিয়েছে।

ইতিমধ্যে দূতাবাসের কর্মকর্তাসহ একশরো বেশি বাংলাদেশি সরকারি কর্মকর্তা, পেশাজীবি, গবেষক ও ছাত্র-ছাত্রী চীন সরকারের বৃত্তি পেয়েছে। কৃষি, শিল্প উন্নয়ন, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সাংস্কৃতি, ভাষা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বৃত্তি প্রদান করা হয়েছে। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040