Web bengali.cri.cn   
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক, ১৭টি চুক্তি স্বাক্ষর
  2015-11-04 09:39:30  cri

নভেম্বর ১: শনিবার বিকেলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হায়ের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। এরপর, বাণিজ্য, সংস্কৃতি, প্রযুক্তি ও পরিবেশ রক্ষা সংক্রান্ত ১৭টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন দু'নেতা।

বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছা পৌঁছে দেন প্রধানমন্ত্রী লি। তিনি জানান, দক্ষিণ কোরিয়া হলো চীনের প্রতিবেশী ও কৌশলগত সহযোগী দেশ। বর্তমানে দু'দেশের মধ্যে সুষ্ঠু সম্পর্ক রয়েছে। পাশাপাশি রাজনীতি, ব্যবসায়, সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা দিন দিন বাড়ছে। এতে দু'দেশের জনগণের কল্যাণ হচ্ছে ও আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দক্ষিণ কোরিয়া সফর করায় লি খ্য ছিয়াংকে স্বাগত জানান প্রেসিডেন্ট পার্ক। তিনি বলেন, চলতি বছর চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী লি'র সঙ্গে তার বেশ কয়েকবার সাক্ষাত হয়েছে। বিভিন্ন বিষয়ে দু'দেশের নেতাদের সংগে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার মাধ্যমে সম্পর্কের উন্নয়ন এবং কোরীয় উপদ্বীপ ও উত্তরপূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া বাণিজ্য, অর্থনীতি, সৃজনশীল কাজ, উত্পাদন ও চিকিত্সার ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

দু'পক্ষ অভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে গভীরভাবে মতবিনিময় করছে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট পার্ক গিউন হায়ে।

(আকাশ/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040