v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-03 19:23:22    
পেইচিং অলিম্পিক গেমসের মশাল পাকিস্তানে পাঠানোর প্রস্তুতি প্রবাসী চীনাদের

cri

** পেইচিং অলিম্পিক গেমসের মশাল পাকিস্তানে পাঠানোর প্রস্তুতি প্রবাসী চীনাদের

    বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূতরা পেইচিং অলিম্পিক গেমসের মশাল পাকিস্তানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

    ২৭ ফেব্রুয়ারী পাকিস্তানে চীন দূতাবাসের কর্মকর্তারা রাওয়ালপিন্ডিতে প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূত সমিতির প্রধান দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনার প্রসঙ্গ ছিল 'অলিম্পিক গেমসের মশাল পাঠানোর কাজ সুষ্ঠুভাবে করা ও পেইচিং অলিম্পিক গেমসকে স্বাগত জানানো'। অংশগ্রহণকারীরা পেইচিং অলিম্পিক গেমসের সফল আয়োজনে অবদান রাখার আগ্রহ ব্যক্ত করেছে।

    রাওয়ালপিন্ডিতে প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূত সমিতির প্রধান দায়িত্বশীল কর্মকর্তা বলেন, পেইচিং অলিম্পিক গেমস হল সারা বিশ্বে চীনা মানুষের গর্ব এবং চীনের সংস্কার ও উন্মুক্তদুয়ার নীতির সফল প্রদর্শনী। অলিম্পিক গেমসের মাধ্যমে সমৃদ্ধ, সম্প্রীতিময়, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও উন্নত চীন বিশ্ববাসীর কাছে প্রদর্শিত হবে।

** পাকিস্তানে সাধারণ নির্বাচনের ফলাফল প্রকাশিত

    ১ মার্চ পাকিস্তান নির্বাচন কমিশন ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদ নির্বাচনেরফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ।

    নির্বাচনের ফলাফল অনুযায়ী , জাতীয় পরিষদের ২৭২টি আসনের মধ্যে দু'টি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়। অন্য দু'টি আসনে নির্বাচন স্থগিত করা হয়। এ ছাড়া আরেকটি আসনের ফলাফল এখনো প্রকাশিত হয় নি । প্রকাশিত ফলাফলের মধ্যে পি পি পি পেয়েছে ৮৭টি আসন এবং মুসলিম লীগ এন ৬৮টি। এ ছাড়া মুসলিম লীগ কিউ পেয়েছে ৪১টি আসন ।

    নির্বাচন কমিশনের মহাসচিব কুনওয়ার দিলশাদ বলেছেন , বিদেশি পর্যবেক্ষক ও কূটনীতিকরা মনে করেন এবারের নির্বাচন অবাধ , নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ।

    এপিপির ২৬ ফেব্রুয়ারীর খবরে জানা গেছে, মুসলিম লীগ(এন) এর একজন নেতা এ দিন বলেছেন, এই পার্টি আসন্ন নতুন সরকারে যোগ দেবে না।

** নেপাল সরকার দক্ষিণাঞ্চলে মাধেশিদের স্বায়ত্তশাসন দিতে রাজি

    ২৮ ফেব্রুয়ারী নেপাল সরকার সেদেশের দক্ষিণাঞ্চলে মাধেশি আন্দোলনের অবসান ঘটাতে তাদেরকে স্বায়ত্তশাসন দিতে রাজি হয়েছে। 'গণতান্ত্রিক মাধেশি যুক্ত-ফ্রন্ট'-এর সঙ্গে নেপাল সরকার ৮দফা চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে তাদের ১৬ দিনব্যাপী ধর্মঘটের অবসান ঘটেছে।

    জানা গেছে, নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা এবং 'গণতান্ত্রিক মাধেশি যুক্ত-ফ্রন্ট'-এর প্রধান নেতা এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির প্রধান বিষয়গুলো হচ্ছেঃ জাতিগত মাধেশি ও অন্য জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল স্থাপন করা, যাতে সকল দুর্বল ও ক্ষুদ্র জাতিসত্ত্বা বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক সংস্থায় সমান সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। দক্ষিণাঞ্চলে তেরাই সমভূমির সকল মাধেশি সশস্ত্র সংস্থার সঙ্গে আলোচনা করা, যাতে ২০০৭ সালের আগস্ট মাসে মাধেশিদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন করা যায়।

    ১৩ ফেব্রুয়ারী 'গণতান্ত্রিক মাধেশি যুক্ত-ফ্রন্ট' স্বায়ত্তশাসনের দাবিতে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়। টানা ধর্মঘটে নেপালের দক্ষিণাঞ্চল অস্থির হয়ে পড়ে এবং নেপালের অর্থনীতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

** শ্রীলংকার সরকারী বাহিনী ও এলটিটিইর মধ্যে গুলি বিনিময়ে ৩০জন নিহত

    শ্রীলংকার সেনাবাহিনী ২৫ ফেব্রুয়ারী জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারী উত্তর শ্রীলংকায় শ্রীলংকা সরকারী বাহিনীর সঙ্গে এলটিটিইর গুলি বিনিময়ে এলটিটিইর ২৫জন যোদ্ধা নিহত হয়েছে।

    শ্রীলংকার সেনাবাহিনী বলেছে, এ গুলি বিনিময় মান্নার এবং ভাভুনিয়া এলাকায় ঘটেছে। মান্নার এলাকার চারটি সংঘর্ষে এলটিটিই'র ২২জন যোদ্ধা সরকারী বাহিনীর গুলিতে নিহত হয়। এছাড়া সরকারী বাহিনীর পাঁচজন নিহত এবং ১৯জন আহত হয়েছে। ভাভুনিয়া এলাকার দুটি সংঘর্ষে এলটিটিইর তিনজন যোদ্ধা নিহত হয়েছে।

** ভারতের রেলের নীচে পড়ে ১৬জন নিহত

    ভারতের পশ্চিমাঞ্চলের গুজরাট রাজ্যের সুরাট শহরে ২৭ ফেব্রুয়ারি রাতে রেলগাড়িতে কোটা পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।

    ভারতের সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ঐ দিন রাত ১১টায়, একজন লোক তার পরিবারের সদস্যদের নিয়ে একটি রেলক্রসিং দৌড়ে পার হওয়ার সময় রেলগাড়িটি তাদের ওপরে এসে পড়ে। নিহতদের মধ্যে ৩জন নারী এবং ২টি শিশুও রয়েছে। জানা গেছে, লোকটি কাজ খোঁজার জন্য ট্রেনে করে সুরাটে এসেছিল।