v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-01 19:01:50    
খেলার জগত

cri

শুরুতেই ক্রিকেট

নিউজিল্যান্ডের সিরিজ জয়

অকল্যান্ডে প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হরেছিল বাংলাদেশ । নেপিয়ারে আনুস্ঠিত তার পরের ম্যচেই ঘটলো ঠিক তার উল্টোটা । এবার বাংলাদেশের বোলারদের বদান্যতায় স্বাগতিক নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৩৫ রানের বিশাল স্কোর গড়ে তোলে । টাইগাররা ৪৩ ওভার খেলে ৬ উইকেটে ১৮১ রান তোলার পর বৃস্টির জন্য খেলা বন্ধ হয়ে গেলে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১০২ রানে জয় পায় কিউইরা । ফলে একম্যাচ বাকী থাকতেই সিরিজ জিতে নেয় ডেনিয়েল ভেট্টোরির দল ।

কেবল সিরিজ জিতেই তারা খুশি নয় । শেষতক ম্যাচ জিতে হোয়াইট   ওয়াশ করতে চান বাংলাদেশকে । সেই সঙ্গে ন্যাশনাল ব্যাংক সিরিজ নিষ্কলষ জিততে চান তারা । কিউই ক্যাপ্টেন বলেন আমাদের লক্ষ হল ৩-০ ম্যাচে জেতা । দক্ষিণ আফ্রিকা সফরেও তারা খুব ভালো খেলেছেন।

এত প্রতিকুলতার মাঝেও ৭৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন স্পিনার রাজ্জাক । বড়ো স্কোরকে সামনে রেখে ভালোই শুরু করেছিলেন বাংলাদেশের  দুই ওপেনার তামিম ইকবাল ও যুনায়েদ সিদ্দিকী । ১২ ওভারেই ৬০ রান তোলেন এই দুজন । টানা দ্বিতীয় ম্যাচে তামিম ছিলেন দুর্দান্ত । তবে কাইনি মিলসের ঝড়ো বলে ৬৪ রানেই প্যাভেলিয়নে  ফিরতে হয় এই দুই ওপেনারকে । এরপর ৪ রানের মাথায় ফিরে  যান আগের ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ৭০ রান করা আশরাফুল । তুষারকে ও সাদিককে নিয়ে৩৩ রানের পার্টনারশীপ গড়ে তোলেন আফতাব আহমেদ । তার ব্যাট থেকেই আসে সর্বোচ্চ ৫৪ রান ।

শেষ খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পিটার ফুলটন ।

ভারত - অস্ট্রেলিয়া

ভারতের ইনিংসের শুরুটা খারাপ ছিল না । তারপর ও ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল রেকর্ডসংখ্যক রান । আর অস্ট্রেলিয়ারসামনে ছিল মাইলফলকের হাতছানি । রেকর্ড গড়ে বক্সিং ডে টেস্ট জয় করা ভারতের জন্য যে এককথায় অসম্ভব ছিল এ নিয়ে সংশয় ছিল না কারো । বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনেই ভারতকে ৩৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ের মাইলফলক ঘরে তুলে নিয়েছে রিকি পন্টিঙের দল । এদিন সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৬১ রানে । তাই সিডনি টেস্টে নিজেদের টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ার পালা শুরু হলো অস্ট্রেলিয়ার ।

দুই ইনিংসে একবারও দুইশর কোটা ছুঁতে পারেন নি ভারতের ব্যটসম্যানরা । অথচ এটিই নাকি ক্রিকেট বিশ্বের অনুতম সেরা ব্যাটিং লাইন আপ । ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত অধিনায়কত্ব পেয়েই জয় দেখে যেন আকাশ ছুঁয়েছিলেন কুম্বলে । প্রত্যাশা ছিল এ সফরে তারা ভালো কিছু করে দেখাতে পারবেন । কিন্তু অস্ট্রেলিয়া বলে কথা । অসি বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের প্রথম ইনিংসে ব্যাট হাতে দাঁড়াতেই দেন নি । তারা সবাই মিলে মাত্র ১৬১ রানের মধ্যেই ভারতের ব্যাটসম্যানদের প্যাভেলিয়নে  ফিরিয়ে দিয়েছেন । অস্ট্রেলীয়া শিবিরে যখন আনন্দের বণ্যা বয়ে যায় তখন ভারতীয় শিবিরে ছিল কেবল হতাশা । ম্লানমুখে হলেও শেষ পর্যন্ত সিডনি টেস্টে ঘুরে দাড়ানোর প্রতিশ্রুতত দিয়ে গেছেন কুম্বলে ।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয়

শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ জিতেছে । গত আড়াই বছরে তারা ২০ টেস্টে জয়ের মুখ দেখেনি । সেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দিল দক্ষিন আফ্রিকাকে  খুব সহজেই । দ্বিতীয় ইনিংসে স্বাগতিক বোলারদের উজ্জীবিত লড়াই জাগিয়ে তুলেছিল আত্মবিশ্বাসের দৃঢ়তাকে । দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে অল আউট হয়ে মাঠে মারা গেল দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ।

এদিনকার খেলায় ম্যান অব দ্য ম্যচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস ।

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লীগের খেলায় শীরোপা ধরে রাখার মিশনে আর্সেনালকে টপকে গিয়েছে মানচেস্টার ইউনাইটেড । গানারদের হটিয়ে দেবার ফলে শীর্ষস্হানটি এখন মানচেস্টারের দখলে । আর্সেনাল পোর্টসমাউথের সঙ্গে খেলতে নেমে গোল শূন্য ড্র করে তারা যখন শোকাভিভুত, ঠিক সে দিনই সান্ডারল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে মানচেস্টার ইউনাইটেড শিবিরে চলছিল উত্সবের আমেজ । এদিন সেরা ম্যাচটি অনুষ্ঠিত হয় চেলসি ও অ্যাস্টন ভিলার মধ্যে । চরম নাটকীয়তার মধ্য দিয়ে ৪-৪ গোলে ড্র হয়ে যায় ম্যাচটি । আপর ম্যাচে জেরার্ডের দেয়া শেষ মিনিটের গোলে ডার্বিকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় লিভারপুল । সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে ওয়েন রুনির দেয়া গোলে এগিয়ে যায় মানচেস্টার ইউনাইটেড ৩০ মিনিটে লুডস সাহার লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা । বিরতির আগ মুহুর্তে ফ্রিকিক থেকে পাওয়া গোলে ৩-০ তে এগিয়ে যায় মানিউ । চলতি মৌসুমে এটি এই পর্তুগিজ স্ট্রাইকারের ১৭ তম গোল । প্রিমিয়ার লীগে সর্বোচ্চ গোলদাতার আসনটিও রোনাল্ডোর দখলে । শেষ বাঁশি বাজার আগে পেনাল্টি থেকে দেয়া লুইস সাহার ব্যক্তিগত দ্বিতীয় গোলে ৪-০ ব্যবধানে ম্যাচ জেতে মানচেস্টার ইউনাইটেড ।

এদিকে প্রিমিয়ার লীগে আর্সেনালের শুরুটা দুর্দান্ত হলেও মৌসুমের মাঝপথে এসে পয়েন্ট টেবিলের লাগামটা হাত ছাড়া হতে চলেছে । প্রিমিযার লীগের খেলায় এই প্রথম তারা পোর্টসমাউথের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষস্হান  হারিয়েছে আর্সেনাল । অপরদিকে অ্যাস্টনভিলার বিপক্ষে নিশ্চিত হারা ম্যাচ প্রায় জিতে গিয়েও জেতা হল না চেলসির । এই ম্যাচে তিনটি লাল কার্ড, দুটি পেনাল্টি আর আটটি গোল হয়েছে । খেলার ফলাফল ৪-৪ গোলে ড্র । টানা ৭১ ম্যাচে অপরাজিত থাকলেও এই ড্রয়ে পয়েন্ট টেবিলের লড়াইয়ে পিছিয়ে পড়লো চেলসি । ডারবির বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে লিভারপুল । এ ছাড়া ফূলহ্যামের বিপক্ষ ৫-১ গোলের বিশাল এক ব্যবধানে জিতেছে টটেনহ্যাম । নিউ কাসেলসকে ১-০ গোলে হারিয়েছে উইগান । অপর ম্যাচে মিডলসবরোর বিপক্ষ ৩-০ গোলে জিতেছে বার্মিংহাম ।

১৯ খেলায় ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড । তৃতীয় স্হানে চেলছি আর চতুর্থ স্হানে রয়েছে লিভারপুল ।

চ্যালেন্জ কাপ

বাংলাদেশসহ ইএশিয়ার ১৬টি দেশকে চারটি প্রুপে ভাগ করে আগমী ১ এপ্রিল থেকে ১৫ মের মধ্যে অনুষ্ঠিত হবে এএফসি চ্যালেন্জ কাপ ফুটাবলের বাছাইপর্ব । প্রথমবার সরাসরি চূড়ান্ত পর্ব হয়েছিল । এবার বাছাই পর্বের খেলা হবে চার দেশে । এরপর চার গ্রুপের শীর্ষ চার দলের সঙ্গে ৩০ জুলাই থেকে ১০ আগস্ট অনুস্ঠেয় চুড়ান্ত পর্বে সরাসরি যোগ দেবে ভারত, তুর্কমেনিস্তান, উত্তর কোরিয়া ও মিয়ানমার । বাছাই পর্বে স্বাগতিক দেশগুলো ২০ হাজার ডলার করে পাবে আয়োজন ফি বাবদ । বাকি তিন দলের থাকা খাওয়ার জন্য পাবে আরও ২০ হাজার ডলার করে । এ ছাড়া অংশগ্রহণ  ফি বাবদ প্রতিটি দল পাবে ২০ হাজার ডলার ।

টেনিস

এ বছর ছিল উপমহাদেশের খ্যাতিমান খেলোয়াড় সানিয়া মির্জার ক্যারিয়ারের সেরা রেঙ্কিংয়ে পৌঁছার বছর । তিনি উঠে এসেছেন সাতাশ নম্বরে । হারিয়েছেন বিশ্বের প্রথম বিশের মধ্যে থাকা টেনিস তারকাদেরকেও । তার টেনিস ক্যরিয়ারের সেরা বছর ছিল ২০০৭ । এই বছরের পারফরম্যান্সকে ব্যক্তিগত জয় হিসেবে দেখছেন এই টেনিস ললনা । এ বছরই বিশ্বের প্রথম বিশে থাকা পাঁচ তারকাকে হারিয়েছেন তিনি । এদের মধ্যে রয়েছেন বিশ্বের সাবেক একনম্বর তারকা মার্টিনা হিঙ্গিসও ।