v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-07 13:35:31    
৯ জুলাই

cri
**১৯০৬ সালের ৯ জুলাই চীনের প্রথম চলচ্চিত্র

১৯০৬ সালের জুলাই মাসে চীনা ব্যক্তি প্রথম বার চলচ্চিত্র তৈরির চেষ্টা করেন। চলচ্চিত্রটি বেইজিংয়ের লিউলিচাং এর তুদি মন্দিরে অবস্থিত ফাংতাই ফোটোস্টুডিওতে তৈরি করা হয়েছে। ফাংতাই ফোটো স্টুডিওতে প্রতিষ্ঠাতা রেন চিং ফাং উত্তর-পূর্ব চীনের শেনইয়াংয়ের লোক, অতীতে জাপানে আলোকচিত্রের প্রযুক্তি শিখেছেন। রেন চিং ফাংয়ের পরিচালনায় তৈরি এই চলচ্চিত্র হলো পিকিং অপেরা "তিয়াং জুন পাহাড়"। তখনকার বিখ্যাত পিকিং অপেরা শিল্পী থাং সিনপেই অভিনয় করেছেন। সে বছর হলো থাং সিনপেইয়ের ৬০তম জন্মবার্ষিকী। "তিয়াং জুন পাহাড়" হলো থাং সিনপেইয়ের প্রতিনিধিত্বমূলক কাজের অন্যতম। আলোকচিত্র-গ্রহণকারী ছিলেন এই ফোটো স্টুডিওর কর্মচারী লিউ চুং লুন, মোট তিন দিন সময় লেগেছে। পরিতাপের ব্যাপার হলো এই চলচ্চিত্র সংরক্ষিত হয় নি।

১৯৮৬ সালের ৯ জুলাই চীন প্রথম উত্তর মেরু গিয়ে পর্যবেক্ষণকরে

চীন-ক্যানাডার ডাইনোসর সহযোগিতা পরিদর্শন পরিকল্পনা অনুযায়ী, চীনের তুং চিমিং এবং ইয়ু ছাও ১৯৮৬ সালে ক্যানাডার পাঁচ জন বিজ্ঞানীর সঙ্গে ক্যানাডার উত্তর মেরু অঞ্চলে গিয়ে ২৫ দিনের পর্যবেক্ষণ কাজ করেছেন। সে বার ছিলো চীনের বিজ্ঞানীদের প্রথম উত্তর মেরু অঞ্চলে প্রবেশ।

১৯৮৮ সালের ৯ জুলাই চীন ও কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

কাতার পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের দক্ষিণ-পশ্চিম তীরের কাতার উপদ্বীপে অবস্থিত। আয়তন ১১৪৩৭ বর্গমিলোমিটার। জনসংখ্যা ৬ লক্ষ ১৮ হাজার (২০০১), এর মধ্যে কাতার জাতি ৪১ শতাংশ, অন্য সবাই বিদেশী বংশোদ্ভুত। কাতারের সরকারী ভাষা হচ্ছে আরবী , ইংরেজী ভাষাও প্রচলিত। বেশির ভাগ অধিবাসী ইসলাম ধর্মাবলম্বী। রাজধানী দোহা। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হচ্ছে জাতীয় অর্থনীতির দুটি স্তম্ভ। পেট্রোলিয়ামের উত্পাদন পরিমাণের ৯৫ শতাংশ রফতানী হয়, এর আয় জাতীয় আয়ের শতকরা ৯৫ ভাগের বেশি। সাম্প্রতিক বছরগুলোতে কাতার সরকার বহুমুখী অর্থনীতির উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছে। এখন উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কাতার অপেক্ষাকৃত সার্বিক শিল্পোন্নতদেশের অন্যতম। তার প্রধান শিল্প হচ্ছে পেট্রোলিয়াম শিল্প , তা ছাড়া আরো আছে কৃষিসার, ইস্পাত , সিমেন্ট, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। খাদ্যশস্য প্রধানতঃ আমদানির উপর নির্ভর করে। প্রধান রপ্তানি পণ্য হচ্ছে পেট্রোলিয়াম এবং তেলজাত দ্রব্য ও ইস্পাত। প্রধান আমদানি পণ্য হচ্ছে খাদ্যশস্য, যন্ত্রপাতি, স্থাপত্য উপাদান, হাল্কা শিল্পদ্রব্য এবং ঔষধ। ১৮৮২ সালে ব্রিটেনের আশ্রিত দেশে পরিণত হয়েছে। ১৯৭১ সালের ১ সেপ্টেম্বর স্বাধীনতা ঘোষিত হয়। ৩ সেপ্টেম্বর হচ্ছে তার জাতীয় দিবস। কাতার সরকার নিরপেক্ষ, জোটনিরপেক্ষ কূটনীতি অনুসরণ করে, ইসলামী দেশগুলো বিশেষ করে আরব দেশগুলোর মধ্যকার সংহতি এবং সহযোগিতার জোরদার সমর্থন করে। ১৯৮৮ সালের ৯ জুলাই কাতার চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে।