v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-07 13:32:31    
৭ জুলাই

cri
চীনেঃ

** ১৯৩৭ সালে "৭ জুলাই ঘটনা " সংঘটিত

  এই দিনে জাপানী বাহিনী বেইজিংয়ের লুগো সেতুর নিকটবর্তী উয়ানপিং নগরে গোলা বর্ষণ করে। চীনের বাহিনী তাদের প্রতিরোধ করে। জাপানী বাহিনী এই ওজুহাতে চীনে সার্বিক আগ্রাসী যুদ্ধ বাঁধায়। "৭ জুলাই ঘটনাকে" "লুগো সেতু ঘটনা"ও বলা হয়।

** ১৯৫৭ সালের ৭ জুলাই চীনের পর্বতারোহীরানতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন

 ১৯৫৭ সালের ৭ জুলাই চীনের নারী ও পুরুষ মিশ্র পর্বতারোহী দলের ৩৩ জন এ্যাথলেট বেইজিং সময় বিকাল ৬টা ২০ মিনিটে সমুদ্রতল থেকে ৭৫০০ মিটার উচু সিনচিয়াংয়ের মুসতাগ পাহাড়ের পর্বত শৃঙ্গে আরোহণ করেছেন। তাঁরা নিরাপদে সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট দলগত পর্বতারোহণেরক্ষেত্রে একটি নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন।

বিদেশেঃ

** ১৯৭২ সালের ৭ জুলাই টানাকা কাখুই জাপানের প্রধানমন্ত্রী হন

 টানাকা কাখুই জাপানের প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে জাপানে দেশজুড়ে "টানাকা উষ্ণতা" জেগে উঠেছে। সাধারণ মানুষের চোখে টানাকা হচ্ছেন দৃঢ়-প্রতিজ্ঞ এবং অঘটন ঘটন-পটিয়সী একজন বলিষ্ঠ ব্যক্তি, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর জাপানের প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি সবচেয়ে কমবয়সী, ডিগ্রিবিহীন একজন নিরীহ নাগরিক রাজনীতিবিদ। সবাই জাপানকে তিনি দুর্নীতিমুক্ত রাজনীতি উপহার দেবেন বলে প্রত্যাশা করেছে। তাঁর জন্ম স্থান এক দিনে হঠাত্ জনপ্রিয় পর্যটন স্থানে পরিণত হয়েছে।

 ১৯৭২ সালের ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী টানাকার নেতৃত্বাধীন জাপানী সরকারী প্রতিনিধি দল চীন সফর করেছে। চীনের চেয়ারম্যান মাও ছেতুং , প্রধানমন্ত্রী চৌ এন লাই প্রমুখ পার্টি ও রাষ্ট্রের নেতারা তাঁর সঙ্গে বহুবার বৈঠক করেছেন। ২৯ সেপ্টেম্বর চীন-জাপ প্রতিনিধি দল মিলিতভাবে মহা-ঐতিহাসিক তাত্পর্যসম্পন্ন যৌথ-বিবৃতি স্বাক্ষর করেছে। বিবৃতিতে চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনপ্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়েছে । এতে চীন-জাপান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে।

** ১৯৫০ সালের ৭ জুলাই যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে কোরিয় বিষয় পরিচালনা কার্যালয় প্রতিষ্ঠা

 যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১৯৫০ সালের ৭ জুলাই জাতি সংঘ কোরিয় বিষয় পরিচালনা কার্যালয় প্রতিষ্ঠা করেছে। পরের দিন মার্কিন প্রেসিডেন্ট তুর্মান জেনারেল ম্যাক আর্থারকে কোরিয়ায় জাতি সংঘের প্রধান সেনাপতি নিয়োগ করেন। তারপর তারা ব্রিটেন, ফ্রান্স, তুরস্ক, ক্যানাডা, অস্ট্রেলিয়া, গ্রীস, ফিলিপাইন, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, লোকসেম্বার্গ এবং ঈথিওপিয়া প্রভৃতি ১৫টি দেশের সঙ্গে জোট বেঁধে কোরিয়া আগ্রাসন যুদ্ধ বাঁধিয়েছে।

** ১৯৩০ সালের ৭ জুলাই আর্থার কোনান দোলের মৃত্যু

 বিখ্যাত গোয়েন্দা শার্লোক হোমসের চরিত্র সৃষ্টিকারী আর্থার কোনান দোল নাইট ১৯৩০ সালের ৭ জুলাই মৃত্যু বরণ করেন, মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। হোমস ১৮৮৭ সালে প্রকাশিত "রক্তাক্ত শব্দের গবেষণা" নামে উপন্যাসে প্রথম বার অপরাধ মামলা ভাঙ্গার পর চারটি উপন্যাস এবং ৫৫টি ছোট গল্পে তিনি প্রধান গোয়েন্দা ছিলেন।