২৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় ফিলিপাইনের সামরিক পক্ষ সরকারকে উচ্ছেদ করার একটি ষড়যন্ত্র নস্যাত্ করেছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল আরোয়ো ২৪ ফেব্রুয়ারী ফিলিপাইন জরুরী অবস্থা ঘোষণা করেছেন।
ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর চীফ অব দি জেনারেল স্টাফ গেনেরোসো সেনগা ২৪ ফেব্রুয়ারী সকালে বলেছেন, সামরিক ও পুলিশ পক্ষের তিন জন কমান্ডারকে পদ থেকে অপসারণ এবং তদন্ত হয়েছে। তিনি আরো বলেছেন, সামরিক পক্ষ আরোয়ো সরকারকে সমর্থন করতে থাকবে।
প্রেসিডেন্ট আরোয়ো এক টেলিভিশন ভাষণে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে সরকার উচ্ছেদ হবার বিপদ নেই।
|