v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-11 10:15:17    
১৩ নভেম্বর

cri
** ১৯৪৫ সালের ১৩ই নভম্বর  চার্লস দ্যগল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত

 ১৯৪৫ সালের ১৩ই নভেম্বর প্রায় পাঁচশো পঞ্চান্নজন প্রতিনিধি চার্লস দ্যগলের পরিচালনাধীন সৈন্যবাহিনী প্যারিস মুক্ত করার দেড় বছর পর সর্বসম্মতভাবে তাঁকে ফ্রান্সের অস্থায়ী সরকারের প্রেসিডেন্ট ঘোষণা করেন । চার্লস দ্যগল পরাজিত রাষ্ট্র ত্যাগ করে নিজকে স্বাধীন ফ্রান্সের নেতা বলে ঘোষণা করার চার বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয় ।

** ১৯৭৫ সালের ১৩ নভেম্বর চীন ও কোমোরোসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত

 কোমোরোসের পুরোনাম কোমোরোস ফেডারেল ইসলামি প্রজাতন্ত্র, এর অর্থ চাঁদ। কোমোরোস হচ্ছে আফ্রিকার পূর্ব তটসীমার মোজাম্বিক প্রণালীর উত্তর দিকের একটি দ্বীপ রাষ্ট্র। আয়তন ২২৩৫ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৫ লাখ। সরকারী ভাষা হচ্ছে ফরাসী এবং আরবী। সারা দেশে কোমোরোস ভাষাও প্রচলিত আছে। ৯৫ শতাংশ অধিবাসী ইসলাম ধর্ম বিশ্বাস করেন। রাজধানী মোরোনি। দেশের মোট আয়তনের শতকরা ১৫ ভাগ হচ্ছে বনাঞ্চল। মত্স্য সম্পদ প্রচুর। কোমোরোস হচ্ছে কৃষি প্রধান দেশ। ৮০ শতাংশ জনগণ কৃষি কাজ করেন। ভ্যানিলা উত্পাদন তার জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্থানে আছে। কোমোরোস হচ্ছে জাতিসংঘের ঘোষিত পৃথিবীতে সবচেয়ে অনুন্নত দেশের অন্যতম। ১৯৭৫ সালের ১৩ নভেম্বর চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

** ১৯৯০ সালের ১৩ নভেম্বর থাংশান জাতিসংঘের "আবাসন গৌরব পুরস্কার" পায়

 ১৯৯০ সালের ১৩ নভেম্বর চীনের থাংশান পৌর সরকার ভূমিকম্প ত্রাণ করা , থাংশান শহর পুনর্গঠন করা এবং দশ লাখ লোকের আবাসনের ব্যবস্থা সমাধান করার লক্ষণীয় সাফল্যের জন্য জাতিসংঘের মানব আবাসন কেন্দ্রের "আবাসন গৌরব পুরস্কার" অর্জন করে।

 জাতিসংঘের মানব আবাসন কেন্দ্রের গৌরব পুরস্কার হচ্ছে মানবজাতির আবাসন উন্নয়নের জন্য শ্রেষ্ঠ অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেওয়া এক পুরস্কার। ১৯৯০ সালে ছয়টি দেশ পুরস্কার অর্জন করেছে। সেগুলো হচ্ছে ফ্রান্স, বৃটেন, কলম্বিয়া, তান্জানিয়া, থাইল্যান্ড এবং চীন। চীনের থাংশান প্রথম বার এই আন্তর্জাতিক নির্বাচন তত্পরতায় অংশ নেয় এবং পুরস্কার অর্জন করেছে।

** চীন বৃহদাকারের সুপার-ক্রিটিকেল বিদ্যুত কেন্দ্র নির্মান করে

 ১৯৯৫ সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে চীনের প্রথম বিরাটাকারের সুপার-ক্রিটিকেল বিদ্যুত কেন্দ্র অর্থাত হুয়ানান সাংহাই সিথংখৌ দ্বিতীয় বিদ্যুত কারখানার প্রথমপর্যায়ের দুটো ছয় লক্ষ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুত উত্পাদনযন্ত্র নির্মানের কাজ সম্পন্ন হয় এবং রাষ্ট্রের পরীক্ষায় উত্তীর্ণ হয় ।সিথংখৌ দ্বিতীয় বিদ্যুত কারখানা চালু হওয়া থেকে প্রতিপন্ন হয়েছে যে , চীনের বিদ্যুতশিল্পের সাব-ক্রিটিকেল বিদ্যুত উত্পাদনযন্ত্র থেকে সুপার-ক্রিটিকেল বিদ্যুত উত্পাদনযন্ত্রের বিকাশ একটি নতুন স্তরে উন্নীত হয়েছে। হুয়ানান আন্তর্জাতিক বিদ্যুত উন্নয়ন কোম্পানি ও সাংহাই পৌর সরকারের যৌথ অর্থসংগ্রহে এবং বৈদেশিক পুজি ব্যবহার করে যৌথভাবে সাংহাই সিথংখৌ দ্বিতীয় বিদ্যুত কারখানা নির্মিত হয়েছে, অর্থবিনিয়োগের মোট পরিমান তিনশো সত্তর কোটি ইউয়ান রেনমিনপি ।

** ১৯৯৬ সালের ১৩ নভেম্বর বিশ্ব খাদ্য শীর্ষ সম্মেলনের উদ্বোধন

 ১৯৯৬ সালের ১৩ নভেম্বর পাঁচ দিন ব্যাপী বিশ্ব খাদ্য শীর্ষ সম্মেলন ইতালির রাজধানী রোমে শুরু হয়। ১৭০টিরও বেশি দেশের রাষ্ট্র প্রধান, সরকার প্রধান বা তাঁদের প্রতিনিধিরা রোমে এসে মিলিতভাবে সারা বিশ্বের খাদ্য নিরাপত্তার রণনীতি নিয়ে আলোচনা করেন। ইতিহাসে এটাই প্রথম খাদ্য সমস্যা সংক্রান্ত শীর্ষ সম্মেলন। সম্মেলনে "বিশ্ব খাদ্য নিরাপত্তা সংক্রান্ত রোম ঘোষণা " এবং "বিশ্ব খাদ্য শীর্ষ সম্মেলনের কার্যক্রম" গৃহীত হয়েছে।