v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-11 09:23:45    
১১ নভেম্বর

cri

** চীন গণ প্রজাতন্ত্রের নবম ক্রীড়া-সমাবেশ চীনের কুয়াংজৌতে উদ্বোধন হয়

    ২০০১ সালের ১১ নভেম্বর চীন গণ প্রজাতন্ত্রের নবম ক্রীড়া-সমাবেশ চীনের কুয়াংজৌতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। চীনের কমিনিস্ট পার্টির তত্কালীন কেন্দ্রীয় সম্পাদক এবং চীনের তত্কালীন প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান চিয়াং জেমিন অংশগ্রহণ করেন এবং নবম ক্রীড়া-সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন।

** জাতিসংঘে চীনের বৈধ আসন পূণরুদ্ধার

    জাতিসংঘ হচ্ছে বিশ্বে ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধের বিজয়ের সুফল। তা বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যাপক ও গুরুত্বপূর্ণ বিশ্ব সংস্থা, এবং বিশ্বের জনগণের ইচ্ছা ও দাবি প্রকাশ করার প্লাটফর্ম। বিশ্বের বিভিন্ন দেশও ওখানে সংশ্লিষ্ট মানবিক সমস্যা নিয়ে মত প্রকাশ করতে পারে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জাতিসংঘ বিশ্বের কিছু কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা পালন করেছে। চীন হচ্ছে জাতিসংঘের অন্যতমপ্রতিষ্ঠাতা দেশ । নয়া চীন প্রতিষ্ঠিত হবার পর ১৯৭১ সাল পর্যন্ত তাইওয়ান জাতিসংঘে চীনের আসন বরাবরই অবৈধভাবে দখল করে রাখে ।

   ১৯৭১ সালের ১১ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘে চীনের বৈধ আসন ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় । চীনের প্রতিনিধিদলের প্রধান ছিও কুয়ানহুয়া ,উপ-প্রধান হুয়াংহুয়া চীনের প্রতিনিধিদল নিয়ে নিউইয়ক পৌঁছে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৬তম অধিবেশনে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেন।

** প্রথম বিশ্বযুদ্ধের অবসান

    ফ্রান্সের জেনারেল উইক কোর্ণ(ডানদিকে) ও মার্শাল ফার্ডিনান্ড ফোচ (দাঁড়ানো) জার্মানীর হাত থেকে বহুল-আকাংক্ষিত যুদ্ধবিরতি চুক্তির দালিল নিচ্ছেন ১৯১৮ সালের ১১ই নভেম্বর জার্মানি সরকারের প্রতিনিধি এইচ বেগার এবং সংশ্লিষ্ট দেশগুলোর যুক্ত বাহিনীর সর্বাধিনায়ক ফর্ডিনান্ড ফোচ ফ্রান্সের উত্তরপূর্বাংশের কম্পীন জংগলের লেইটুন্ড স্টেশনে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেন । জার্মানি আত্মসমর্পন করে । চুক্তি অনুযায়ী , জার্মানি পনেরো দিনের মধ্যে ফ্রান্স , বেলজিয়াম , লুকসেম্বার্গ, পুরোপুরি সৈন্য প্রত্যাহার করবে এবং একই সময় তুরস্ক , রোমানিয়া , অষ্ট্রিয়া ও হাংগেরী আর আফ্রিকা থেকে সৈন্যপ্রত্যাহার করবে এবং পাঁচ হাজারটি কামান , পঁচিশ হাজারটি মেশিনগান , তিন হাজারটি মর্টার , এক হাজার সাত শোটি বিমান , পাঁচ হাজারটি রেল ইঞ্জিণ , দেড় লক্ষটি রেলগাড়ীর ওয়াগন ও পাঁচ হাজারটি ট্রাক সমর্পন করবে । ছ'ঘনটা পর যুদ্ধবিরতি কার্যকরী হয় । " জংগল যুদ্ধবিরতি চুক্তির " স্বাক্ষর থেকে জার্মানি , অষ্ট্রিয়া , তুরস্ক ও বুলগেরিয়ার জোটের পূর্ণ পরাজয় প্রমানিত হয়। প্রথম বিশ্ব যুদ্ধ শেষ হয় ।

** এশিয়ার সর্বোচ্চ বিমান জাদুঘর উন্মুক্ত

    ১৯৮৯ সালের ১১ নভেম্বর এশিয়ার বৃহত্তম বিমান জাদুঘর --পেইচিং বিমান জাদুঘর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়।

    এই জাদুঘরে ৮৮ ধরনের ১৫৩টি বিমান রাখা আছে। এছাড়া বিমান-বোমা, বিমান-ক্যামেরা ইত্যাদি ৬০০ ধরনের নমুনা এতে সংরক্ষিত আছে। 

** ফিলিস্তিন স্বশাসন সংস্থার চেয়ারম্যান আরাফাতের মৃত্যু 

    ২০০৪ সালের ১১ নভেম্বর ফিলিস্তিন স্বশাসন সংস্থার চেয়ারম্যান ইয়াসের আরাফাত ফ্রান্সের প্যারিসে একটি সামরিক হাসপাতালে মারা যান, তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর । তিনি হচ্ছেন ফিলিস্তিন মুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা, একজন বিখ্যাত জাতীয় নেতা এবং ২০ শতাব্দীর খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তি। তাঁর নেতৃত্বাধীন ফিলিস্তিন মুক্তি আন্দোলন আন্তর্জাতিক রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর অন্যতম।