v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-09 11:03:19    
৯ সেপ্টেম্বর

cri
**১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর মাও সেতুংয়ের মৃত্যু

    চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান, চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির অবৈতনিক চেয়ারম্যান মাও সেতুং পেইচিংয়ে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, চীনের জাতীয় গণ কংগ্রেস, রাষ্ট্র পরিষদ, চীনের কেন্দ্রীয় সামরিক কমিশন একযোগে শোক বিজ্ঞপ্তি প্রকাশ করে।তারা প্রয়াত নেতার উচ্চ মূল্যায়ন করে বলেন যে, মাও সেতুং হচ্ছেন " চীনের কমিউনিস্ট পার্টি , চীনের সৈন্য বাহিনী , চীনের বিভিন্ন জাতির জনগণের শ্রদ্ধাভাজন মহান নেতা এবং সর্বহারা ও নিপীড়িত মানুষের পথ প্রদর্শক।

**১৯৮৫ সালের ৯ সেপ্টেম্বর চীনের দশটি প্রধান দর্শনীয় স্থান নির্বাচনের ফলাফল প্রকাশ

    মহা প্রাচীর , কুইলিন পার্বত্য নদনদী, হাংচৌ পশ্চিম হ্রদ, পেইচিং রাজ প্রাসাদ, সুচৌ বাগান, আনহুই হুয়াং পর্বত , ছাংচিয়াং তিন গীরিখাত, তাইওয়ান রিইউ হ্রদ, ছেংতে গ্রীষ্মকালীন চিত্তবিনোদনপল্লী এবং ছিন রাজবংশের সৈন্য ও ঘোড়ার টেরাকোটা " চীনের এই দশটি প্রধান দর্শনীয় জায়গা " নির্বাচিত হয়।

** ১৯৪৫ সালের ৯ সেপ্টেম্বর চীনের উপর হামলাকারী আগ্রাসী জাপানী বাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠান নানচিংয়ে অনুষ্ঠিত হয়

    চীনের স্থল বাহিনীর প্রধান হো ইনছিং চীন এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে এক বেতার ভাষণে ঘোষণা করেছেন যে, নানচিংয়ে জাপানী সৈন্য বাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে। তিনি আরো বলেছেন " এটা হচ্ছে চীনের ইতিহাসে সবচেয়ে অর্থপূর্ণ দিন, এটা হচ্ছে আট বছরব্যাপী জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধের কঠোর সংগ্রামের সফল।এটা পূর্ব এশিয়া এবং বিশ্বের জনগণের শান্তি ও সমৃদ্ধির এক নতুন যুগের সূচনা।

** ১৯৯০ সালের ৯ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র-রাশিয়ার শীর্ষ বৈঠক হেলসিন্কিতে অনুষ্ঠিত

    মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট গরভাচভ ফিনল্যান্ডের হেলসিন্কিতে একদিন ব্যাপী বৈঠকে মিলিত হন। দুপক্ষ ইরাকের কুয়েত দখলের পর উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন । " তারা ইরাকের হামলার" বিরোধিতা করা এবং যৌথভাবে " আঞ্চলিক নিরাপত্তা কাঠামো প্রণয়ন, গবেষণা এবং শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করার" সংকল্প ব্যক্ত করেন।

** ১৯৯১ সালের ৯ সেপ্টেম্বর ১১ তম " গোল্ডেন রোস্টার পুরস্কার" ও ১৪ তম " শতপুস্প পুরস্কারের" ফলাদল প্রকাশ

    চীনের চলচ্চিত্রের "১১তম গোল্ডেন রোস্টার পুরস্কার" , এবং " গণচলচ্চিত্রের " "১৪তম শতপুস্প পুরস্কার" ৯ সেপ্টেম্বর পেইচিংয়ে ঘোষিত হয় । শ্রেষ্ঠ কাহিনী ছবি " চিয়াও ইয়ুলু " " দুটি পুরস্কার" পেয়েছে । ছবিতে চিয়াও ইয়ুলুর চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান লি সিউচিয়ান ।

** ১৯৯১ সালের ৯ সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়নের অধীনস্ত ১১টি প্রজাতন্ত্রের স্বাধীনতা ঘোষণা

    সোভিয়েত ইউনিয়নের অধীনস্ত ১৫টি প্রজাতন্ত্রের মধ্যে মোট ১১টি প্রজাতন্ত্র ১৯৯১ সালের ৯ সেপ্টেম্বর স্বাধীনতা ঘোষণা করে। এরমধ্যে বিভিন্ন দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার স্বাধীনতার স্বীকৃতি দেয় এবং জাতিসংঘের সদস্যপদ লাভ করে । অন্য আটটি প্রজাতন্ত্র হলো: ইউক্রেন, বেলারুস, মোলডোভা, জর্জিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান।

** ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর " এস্তোনিয়া" নামক বড় যাত্রীবাহী জাহাজ ডুবে যায়

    ফিনল্যান্ডের নিকটবর্তী বালটিক সাগরে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে জাহাজে মোট ৯৬৪ জন ছিলেন , এরমধ্যে ৮০০ জনের বেশি মানুষের প্রাণ হারান। এটা হচ্ছে সম্প্রতিক সময়ে বিশ্বে সবচেয়ে বড় ধরনের দুর্ঘটনার অন্যতম এবং গত ৮০ বছরে ইউরোপের সাগরে সবচেয়ে বড় দুর্ঘটনা।